বাগেরহাটে ১৫২০পিস ইয়াবা ও তিনলাখ টাকাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটের মোল্লাহাট থানাধীন সোনাপুরা মধ্যপাড়া এলাকা থেকে মোঃ তরিকুল সরদার (৩৮) নামের এক মাদক বিক্রেতাকে ১৫২০পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এঘটনায় মোল্লাহাট থানায় মামলা হয়েছে।

র‌্যাব-৬ এর মেজর মোঃ আনিস-উজ-জামান জানান, গ্রেপ্তার তরিকুল গোপালগঞ্জের মোহাম্মদপাড়া এলাকার মোঃ আবু সাইদের ছেলে। তার কাছ থেকে ১৫২০পিস ইয়াবা ও মাদক বিক্রিত তিন লাখ ৬হাজার টাকা, তিনটি মোবাইল সেট ও ৫টি সীমকার্ড (যার একটির বিকাশে ৬২ হাজার টাকা) জব্দ করা হয়।

তাকে জিজ্ঞাসাবাদে সে র‌্যাবকে জানায়, সে দীর্ঘদিন বিভিন্ন এলাকায় গোপনে মাদক বিকিকিনি করছিল। এঘটনায় মোল্লাহাট থানায় মামলা হয়েছে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন