Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সরকারি আবাসন পুকুরের মাছ চুরির ঘটনায় ইউপি সদস্যকে অর্থদণ্ড

রামপাল প্রতিনিধি

রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের সিকিরডাঙ্গার নির্মাণাধীন সরকারি আবাসন প্রকল্পের পুকুরের মাছ চুরির ঘটনায় ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মহিতুর রহমানকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তর সূত্রে নিশ্চিত হওয়া গেছে। মাছ চুরির ঘটনায় পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে উপজেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন।

মাছ চুরির সাথে সংশ্লিষ্ট ইউপি সদস্য মহিতুর রহমানসহ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিখিল কুমারকে জরুরি নোটিশের মাধ্যমে তলব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস। রোববার দুপুর ২টায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মাছ চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সরকারি পুকুরের মাছ ধরে বিক্রয়ের বিষয়টি তারা স্বীকার করায় তাদের অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। পুনরায় যাতে ওই পুকুরের মাছ চুরি না হয় এজন্য তারা মুচলেকা প্রদান করেন।

উল্লেখ্য, আলোচিত ওই ইউপি সদস্যের বিরূদ্ধে আবাসনের সরকারি ঘর ক্রয়-বিক্রয়, সরকারি আবাসনের পুকুর ও লেক দখল করে মাছ চাষ, সরকারি জায়গায় গৃহ নির্মাণ ও সরকারি জমি টাকার বিনিময়ে লিজ দেওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। অভিযোগের বিষয়টি বরাবর তিনি অস্বীকার করে আসছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস এবং সহকারী কমিশনার (ভূমি) শোভন সরকার এর কাছে জানতে চাইলে বলেন, ‘মাছ চুরির ঘটনাটির প্রমাণ পাওয়া গেছে ও তাদের অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।’

তবে কত টাকা জরিমানা করা হয়েছে সে বিষয়ে জানতে চাইলে নির্বাহী কর্মকর্তা বলেন, ‘জরিমানার অর্থ প্রাপ্তি সাপেক্ষে বিষয়টি জানানো হবে এবং সরকারি স্বার্থ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন