Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কচুয়ায় তুচ্ছ ঘটনায় দু’নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম

কচুয়া প্রতিনিধি

কচুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই নারীসহ ৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শনিবার বিকাল ৫ টার দিকে উপজেলার গজালিয়া ইউনিয়নের মাদারতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন গজালিয়া ইউনিয়ন মৎস্যজীবি লীগের সভাপতির মা রহিমা বেগম (৪২) ওয়ার্ড কৃষক লীগের সভাপতি জামাল হাওলাদার (৩৬), আজিজুল হাওলাদার (৩৫), শহিদ হাওলাদার (৪২) ও রেহেনা বেগম (৬২)।

আহতরা জানান শিশুদের খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের আতিয়ার (৪৬), আক্কাস (৩০), আজাহার (৪২), এমরান (২২), সোহেল (২৫), হাসান (২৩)সহ ১০/১২জন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময়ে দুইজন নারীসহ ৫ জন গুরুতর আহত হয়েছে।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক (আরএমও) ডা. মনিশংকর পাইক বলেন, ‘আহত ৫ জনই গুরুতর আহত। এর মধ্যে তিন জনের মাথায় গুরুতর জখম রয়েছে। একজনের চোঁখের পাশে ও একজনের হাতে গুরুতর আঘাত রয়েছে। তবে দুইজনকে নিবির পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন