Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শরণখোলা উপজেলা চেয়ারম্যান পদের উপ-নির্বাচন ২০ অক্টোবর

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ২০ অক্টোবর এই পদে ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে।

এছাড়া একই দিনে জেলার মোল্লাহাট উপজেলার কোদালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে, মোড়েলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়ন পরিষদের চার নম্বর ওয়ার্ড সদস্য এবং রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বিকেলে বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফরাজী বেনজির আহমেদ জানান, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা এখন মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ। ২৬ সেপ্টেম্বর যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। বৈধ প্রার্থীরা ৩ অক্টোবরের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। ২০ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

২০১৯ সালের ৫ ডিসেম্বর শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন আকন মারা গেলে পদটি শূন্য হয়। ২০১৯ সালে কোদালিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ভুইয়া মারা গেলে ওই পদটি শূন্য হয়।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন