Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ফকিরহাটে বসতবাড়ি দখলের হুমকিতে আদালতের শরণাপন্ন ভুক্তভোগী

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাটে বসতবাড়ীসহ জমি দখলের হুমকির মুখে আদালতের শরণাপন্ন হয়েছে ভুক্তভোগী। ক্রয়কৃত জমিতে দেড়যুগ ধরে বসবাস করার পর এমন পরিস্থিতিতে আতংকগ্রস্থ হয়ে তিনি ফৌজদারী কার্যবিধি (১৪৪) ধারায় বাগেরহাটের অতিঃ ম্যাজিস্ট্রেট আদালতে একটি আবেদনের মাধ্যমে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন উপজেলার ব্রাম্মন রাকদিয়া গ্রামের শেখ আঃ গফফার।

সূত্রে প্রকাশ, শেখ আঃ গফফার ফকিরহাটের আট্টাকী গ্রামের আমেনা বেগমের কাছ থেকে এবং তার মৃত্যুর পর তার দুই ছেলে আনোয়ার ও আতিয়ারের কাছ থেকে কবলা মুলে রেজিঃ দলিলে জমি কিনে বসতবাড়ী নির্মাণ করে নিজে বসত করে আসছেন। ওই জমিতে বর্তমানে তার পাঁচটি ভাড়াটিয়া আছে এবং বর্তমান জরিপে ওই জমি তার নামে বিআরএস খতিয়ানে রেকর্ডও হয়েছে।

জমি বিক্রেতা আনোয়ার হোসেন ও বাদল শেখ, সোহাগ শেখ গত ১৩ সেপ্টেম্বর সকাল দশটার দিকে বাধার মুখে তপশীলি জমি জবর দখলে ব্যর্থ হয়ে শাসিয়ে যায় যে, সময় সুযোগ মত দখল করা হবে।

ভুক্তভোগী শেখ আঃ গফফার ফকিরহাট উপজেলার ব্রাম্মন রাকদিয়া গ্রামের এজার উদ্দিনের ছেলে। ক্রয়ের পর বিশ্বরোড সংলগ্ন ওই জমিতেই তিনি বসতবাড়ি গড়ে বসবাস করে আসছেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন