Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সুন্দরবনে সাপের কামড়ে জেলের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনে মাছ আহরণ করতে গিয়ে বিষধর সাপের কামড়ে আবু হাওলাদার (৬০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের আড়াই বেকী এলাকায় সাপের কামড়ে তার মৃত্যু হয়। সে বাগেরহাটের শরণখোলা উপজেলার বন সংলগ্ন সোনাতলা গ্রামের মোঃ হরমুজ হাওলাদারের ছেলে ।

নিহতের বড় ভাই সোহরাব হাওলাদার বলেন, আমার ছোট ভাই আবু হাওলাদার ১০ সেপ্টেম্বর সকালে শরনখোলা ষ্টেশন থেকে অনুমতি নিয়ে একই গ্রামের বাসিন্দা জেলে নাছির হাওলাদার ও হাসান হাওলাদারের সাথে মাছ আহরণ করতে সুন্দরবনে যায়। সোমবার গভীর রাতে ভাটির সময় জাল তুলতে গেলে জালে জড়িয়ে থাকা একটি বিষধর সাপ আবু হাওলাদারকে কামড় দেয়। এ সময় তিনি চিৎকার দিলে সহযোগীরা তাকে উদ্ধার করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়।

পথিমধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বন সংলগ্ন চালিতা বুনিয়া এলাকার এক ওঝাঁর মাধ্যমে ঝাড়-ফুক দেওয়া হয়। এতে তিনি সুস্থ না হওয়ায় তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু হাওলাদারকে মৃত ঘোষণা করেন। সোমবার বিকেলে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে জানান নিহতের বড় ভাই সোহরাব হাওলাদার।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন