Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সুন্দরবন থেকে শিকার করা হরিণের মাংসসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ থেকে হরিণ শিকার করে বস্তায় ভরে মাংস নিয়ে আসার পথে এক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর মোংলা শহরের সেন্টপলস স্কুলের সামনে থেকে চোরাকারবারী বাচ্চু হাওলাদারকে (৪০) আটক করা হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, মোংলা পৌর শহরের কুমারখালি এলাকার চিহ্নিত চোরাকারবারী বাচ্চু হাওলাদার। সন্ধ্যার আগে হিরণ শিকার করতে অবৈধ পথে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের বনে ঢুকেছে এমন খবর আসে। খবরের ভিত্তিতে রাতে পুলিশের টহল জোরদার করা হয়। রাত সাড়ে ১২টার দিকে বস্তায় ভরে হরিণের মাংসসহ মোংলা শহরে আসার পথে সেন্টপলস স্কুলের সামনে থেকে পুলিশ বাচ্চু হাওলাদারকে আটক করে। বস্তায় ১০ কেজি হরিণের মাংস পাওয়া গেছে। শনিবার সকালে হরিণের মাংসসহ আটক বাচ্চুকে বাগেরহাট আদালতে পাঠানো হবে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন