শনিবার । ১৫ই নভেম্বর, ২০২৫ । ৩০শে কার্তিক, ১৪৩২

সুন্দরবনে পা বিচ্ছিন্ন বাঘের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

পেছনের দুই পা বিছিন্ন অবস্থায় সুন্দরবন থেকে একটি বাঘের মৃতদেহ উদ্ধার করেছে বনবিভাগ। বন বিভাগের দাবি, কুমিরের কামড়ে মারা পড়েছে বাঘটি। শুক্রবার সকালে সুন্দরবনের আন্ধারমানিক বন ফাঁড়ির কাছ থেকে বেঙ্গল টাইগারের মৃতদেহটি উদ্ধার করা হয়।

বাঘটির পেছনের দুই পা বিচ্ছিন্ন, সামনে একটি পায়ে পচন ধরেছিলো। রোববার মৃত বাঘটির ময়না তদন্ত সম্পন্ন করে খুলনা প্রাণী সম্পদ কার্যালয়ের দুইজন ভেটেনারি চিকিৎসক ও একজন প্রাণী সম্পদ কমকর্তা।

বন বিভাগ জানিয়েছে, এক সপ্তাহ ধরে বাঘটি আন্ধারমানিক বন ফাঁড়ির আশপাশে ঘোরাফেরা করছিলো। সেখানকার পুকুর থেকে পানি খাচ্ছিলো। বন বিভাগের স্থানীয় কর্মীরা ভয়ে আর বের হয়নি। শুক্রবার দুপুরে বাঘ ঘোরাফেরার স্থানটিতে মাছি উড়তে দেখে বন ফাঁড়ির কর্মীরা, সেখানে গিয়ে বাঘটিকে মৃত অবস্থায় দেখতে পায়।

খুলনা জেলা প্রাণী সম্পদ কমকর্তা এস এম আউয়াল হক জানান, নারী বাঘটির বয়স হয়েছিলো ১৪ বছর। এটি লম্বায় ছিলো প্রায় সাত ফুট। ময়না তদন্ত শেষে বাঘটির চামড়া সংরক্ষণ করা হয়েছে। এর আগে গত ৩ ফেব্রুয়ারি সুন্দরবনের বাগেরহাটের শরণখোলা রেঞ্জের কাছ থেকে আরেকটি বাঘের মৃতদেহ উদ্ধার করেছিলো বন বিভাগ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন