Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বাগেরহাটে করোনা আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে করোনা আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেখ মোহাম্মাদ আলী (৭০) নামের ওই বৃদ্ধ মারা যান। বাগেরহাট জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মোট ১৮ জনের মৃত্যু হল। মৃতদের মধ্যে অবসরপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, গ্রাম্য চিকিৎসক ও ব্যবসায়ী রয়েছেন।

মৃত মোহাম্মাদ আলী বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে। তিনি করোনা আক্রান্ত হয়ে মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

বুধবার পর্যন্ত করোনা পরীক্ষা রিপোর্টে বাগেরহাটে নতুন আরো সাত জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে বাগেরহাটে করোনা আক্রান্তের সংখ্যা ৮০২ এ পৌঁছেছে। তবে এর মধ্যে সুস্থ হয়েছেন ৬২০ জন। আক্রান্তদের মধ্যে বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, চিকিৎসক ও ব্যবসায়ী রয়েছেন।

বাগেরহাট সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার সুব্রত দাস বলেন, মঙ্গলবার রাতে করোনা আক্রান্ত এক রোগী সদর হাসপাতালে ভর্তি হন। বুধবার তিনি মারা যান। স্বাস্থ্য বিধি মেনে তার দাফন সম্পন্ন হয়েছে। জেলায় মোট ৮০২ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৮ জন।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন