বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

আবাহনীর হারের দিনে মোহামেডানের ড্র

ক্রীড়া প্রতিবেদক

২২ দিন পর ঘরোয়া প্রিমিয়ার ফুটবল লিগ আবার শুরু হয়েছে। দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনে আজ তিনটি ম্যাচ ছিল। তিন ম্যাচের মধ্যে ফুটবলাঙ্গনের দৃষ্টি ছিল বেশি আবাহনী ও মোহামেডানের পৃথক দুই ম্যাচে। দুই ঐতিহ্যবাহী দলই পয়েন্ট হারিয়েছে। আবাহনী শূন্য হাতে মুন্সিগঞ্জ থেকে ফিরলেও মোহামেডান এক পয়েন্ট পেয়েছে কুমিল্লায় বাংলাদেশ পুলিশের বিপক্ষে।

আবাহনী প্রথম রাউন্ডে রহমতগঞ্জের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল। আজ দ্বিতীয় ম্যাচে হেরেছে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ৬ বারের চ্যাম্পিয়ন দলটি। ঘরোয়া ফুটবলে এক সময় আবাহনী-ব্রাদার্স ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই হতো। সাম্প্রতিক সময়ে অনেক দিন আবাহনীর বিপক্ষে জয়হীন ছিল ব্রাদার্স। আজ আবাহনীর বিপক্ষে ২-১ গোলের জয়টি ব্রাদার্সের জন্য অত্যন্ত স্বস্তির।

প্রথমার্ধে ব্রাদার্স ইউনিয়ন ম্যাচের ৪ মিনিটে লিড নেয়। ব্রাদার্স ইউনিয়নের ডান প্রান্ত থেকে আবাহনীর ডিফেন্ডাররা ক্লিয়ার করতে পারেননি। ব্রাদার্সের নেপালি ফুটবলার অঞ্জন বিস্টা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আবাহনীর জালে বল পাঠান। দ্বিতীয়ার্ধে আবাহনী প্রতিপক্ষ ব্রাদার্সকে আরেক গোল উপহারই দেয়। ব্রাদার্সের ফুটবলার বল নিয়ে বক্সে প্রবেশের সময় আবাহনীর ডিফেন্ডার বাধা দিলে রেফারি বিটুরাজ বড়ুয়া পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে ব্রাদার্স ২-০ গোলে এগিয়ে যায়।

আবাহনী ম্যাচের শেষ পনেরো মিনিট গোলের জন্য মরিয়া হয়ে উঠে। ইনজুরি সময়ে আবাহনীর হয়ে এক গোল পরিশোধ করেন মালির ফুটবলার সুলেমানা দিয়াবাতে। মোহামেডান থেকে আবাহনীতে আসা সুলেমানের এটি প্রথম গোল। সুলেমানের গোলে পরাজয়ের ব্যবধান কমেছে শুধু। দুই ম্যাচ শেষে আবাহনীর পয়েন্ট মাত্র ১ আর সমান ম্যাচে ব্রাদার্সের ৩।

আবাহনীর হারের দিনে এক পয়েন্ট পেয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বি ঢাকা মোহামেডান। গাজীপুরে অ্যাওয়ে ম্যাচে সাদা কালোরা রহিম উদ্দিনের গোলে ১৯ মিনিটে লিড নেয়। এগিয়ে থেকে আলফাজের শিষ্যরা প্রথমার্ধে ড্রেসিংরুমে ফেরে। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে বাবলুর গোলে পুলিশ সমতা আনে। ম্যাচের বাকি সময় কোনো গোল না হওয়ায় মোহামেডানকে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়।

বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডানের চলতি লিগ মোটেই ভালো যাচ্ছে না। প্রথম ম্যাচে ০-২ গোলে হেরেছে ফর্টিজের বিপক্ষে। আজ পুলিশের বিরুদ্ধে ড্র করে মাত্র এক পয়েন্ট পেয়েছে। চার পয়েন্ট নিয়ে পুলিশ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।

দিনের আরেক ম্যাচে মানিকগঞ্জে ২-০ গোলে স্বাগতিক ফকিরেরপুল ইয়ংমেন্সকে হারিয়েছে রহমতগঞ্জ। দু’টি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। আদু ৫২ মিনিটে ও রাজন হাওলাদার ইনজুরি সময়ে একটি করে গোল করেন। রহমতগঞ্জের পুলিশের সমান ৪ পয়েন্ট হলেও গোল ব্যবধানে তারা এক নম্বরে আছে আপাতত।

আগামীকাল দু’টি ম্যাচ রয়েছে। ফর্টিজ বসুন্ধরা কিংসকে হারাতে পারলে দ্বিতীয় রাউন্ড শেষে এককভাবে ৬পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে থাকবে। ড্র হলে ফর্টিজও রহমতগঞ্জ, পুলিশের সঙ্গে ৪ পয়েন্ট মিলিতভাবে থাকবে। আবার বসুন্ধরা কিংস ফর্টিজকে হারাতে পারলে তখন তারা রহমতগঞ্জ, পুলিশের সঙ্গী হবে ৪ পয়েন্ট নিয়ে কারণ পাঁচ বারের চ্যাম্পিয়ন কিংস প্রথম ম্যাচে পিডব্লিউর সঙ্গে ড্র করেছিল। আগামীকাল দিনের আরেক ম্যাচে মুখোমুখি হবে পিডব্লিউডি ও আরামবাগ। দু’টি দলই প্রথম রাউন্ডে ড্র করেছে। আগামীকাল যে দল জিতবে তাদেরও ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে যুগ্মভাবে থাকার সুযোগ থাকবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন