নিষেধাজ্ঞা অমান্য করে পূর্ব সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার অপরাধে ১০ জেলেকে আটক করেছেন বনরক্ষীরা। রবিবার (৩ আগস্ট) সন্ধ্যায় শরণখোলা রেঞ্জের দুবলার চরের বড় ভ্যাদাখালী ও মেহেরআলী খালে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটক জেলেরা হলেন সিরাজুল (৩৫), সিকান্দার আলী (৪০), ওবায়দুল শেখ (৩৮), আ. ওহাব (৩৮), শহিদুল (৩৫), মুহিত (৩৯), জাহিদুল (৩৭), আলী হাসান (৩৬), মাসুম হাওলাদার (২০) ও জান্নাতুল আকন (১৯)। এদের বাড়ি বাগেরহাটের শরণখোলা, মোড়েলগঞ্জ ও কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায়।
অভিযানকালে জেলেদের ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত ট্রলার, একটি নৌকা, ১১ বোতল রিফকড কীটনাশক, ৬৫০টি বড়শি, বিষযুক্ত দুই কেজি চিংড়ি মাছ এবং বিপুল পরিমাণ মাছ ধরা জালসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান, দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার দাসের নেতৃত্বে বনরক্ষীরা সোমবার সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে ১০ জেলেকে আটক করেন। পরে আটক জেলেদের রেঞ্জ অফিসে নিয়ে এলে তাদের বিরুদ্ধে বন আইনে মমলা দায়ের করা হয়। মামলা প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার (৪ আগস্ট) দুপুরে জেলেদেরকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়।
খুলনা গেজেট/এসএস