খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু’র ছোট ভাই মনিরুল ইসলাম বাদল ইন্তেকাল করেছেন (ইন্না—-রাজিউন)। বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে স্ট্রোক জনিত কারণে হাসপাতালে নেয়ার পথে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৬১ বছর। তিনি একজন নিরঅহংকার ও সদালাপী মানুষ ছিলেন। তিনি এক পুত্র সন্তান ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বাদ যোহর নগরীর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাযা নামাজ শেষে তাকে টুটপাড়া সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে।
মনিরুল ইসলাম বাদলের মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন, খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, নিজাম উর রহমান লালু, এড. গোলাম মওলা, আনোয়ার হোসেন, সাদিকুর রহমান সবুজ, গিয়াস উদ্দিন বনি, মো. শাহজাহান, ইউসুফ হারুন মজনু, কাজী শফিকুল ইসলাম শফি, রফিকুল ইসলাম শুকুর, মজিবর রহমান ফয়েজ, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল প্রমুখ।
খুলনা গেজেট/এসএস