আনুপাতিক (পিআর) প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা চালু হলে দেশে আর ফ্যাসিবাদী সরকার গঠনের সুযোগ থাকবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টায় নড়াইল পুরাতন বাস টার্মিনালের মুক্তমঞ্চে জেলা ইসলামী আন্দোলনের আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রতিটি ভোটের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হলে পিআর পদ্ধতির নির্বাচন দরকার। এতে সকল মত ও দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং একটি জবাবদিহিমূলক সরকার গঠিত হবে।”
চরমোনাই পীর অভিযোগ করেন, “আওয়ামী লীগ ভারতের সঙ্গে গোপনে ১০টি চুক্তি করে দেশকে পরাধীনতার দিকে ঠেলে দিয়েছে। তারা দেশের স্বার্থ নয়, বরং প্রতিবেশী দেশের তাবেদারি করছে। বিগত নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে, বহু মানুষ নিপীড়নের শিকার হয়েছেন।”
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদ থেকে মুক্তি পেতে রাজনৈতিক দলগুলোকে শিষ্টাচার বজায় রেখে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণকেও সচেতন থাকতে হবে যাতে আর কোনো স্বৈরাচার এই দেশে মাথাচাড়া দিতে না পারে।”
সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নড়াইল জেলা সভাপতি মাওলানা মো. খায়রুজ্জামান। বক্তব্য দেন নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আওয়াল, জামায়াতের জেলা আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, মাওলানা জান্নাতুল ইসলাম, জেলা সেক্রেটারি ডা. এসএম নাসির উদ্দিনসহ স্থানীয় নেতারা।
সমাবেশ শেষে চরমোনাই পীর নড়াইলের দুটি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেন। নড়াইল-১ আসনে মাওলানা আব্দুল আজিজ এবং নড়াইল-২ আসনে অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলামকে প্রার্থী করা হয়েছে।
খুলনা গেজেট/এসএস