Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

রাষ্ট্রায়াত্ব পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানবপ্রচীর

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রায়াত্ব পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ খুলনার উদ্যোগে আজ সোমবার দুপুরে মানব প্রাচীর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নগরীর পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত কর্মসুচিতে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক এ্যাড. কুদরত-ই খুদা।

পাট-শিল্পকে লাভজনক খাতে পরিণত করতে বক্তারা সরকারকে বিভিন্ন সুপারিশ তুলে ধরেছেন। তারা বলেন, দুর্নীতিরোধ করতে পারলেই পাটশিল্পের সোনালী অতীত ফিরে আসবে। শিল্পটি লাভজনক হবে। জাতির জাতীয়তা ও ঐতিহ্য রক্ষা পাবে।

গত ১৬ জুলাই সংবাদ সম্মেলনে ঐতিহ্যবাহী পাটশিল্পের ধারক রাষ্ট্রায়ত্ব পাটকলগুলোকে বেসরকারি খাতে হস্তান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে ৮দফার সুপারিশ উপস্থাপন করেছিলেন পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ খুলনার নেতৃবৃন্দ। সংগঠনের সদস্য সচিব এসএ রশীদের পরিচালনায় বক্তৃতা করেন যুগ্ম-আহবায়ক মুক্তিযোদ্ধা এড. আ ফ ম মহসীন, মোজাম্মেল হক, জনার্দন দত্ত নাণ্টু, এড. মোঃ বাবুল হাওলাদার ও আনিসুর রহমান মিঠুু।
সংহতি প্রকাশ করেন সিপিবি’র জেলা সভাপতি সভাপতি ডাঃ মনোজ দাশ, নগর সভাপতি এইচএম শাহাদৎ, গাজী নওশের আলী, মোস্তফা খালিদ খসরু, কাজী দেলোয়ার হোসেন, শাহ লায়েক উল্লাহ, হংস শুভ্র হালদার, মুনীর চৌধুরী সোহেল, রুহুল আমিন, মুক্তিযোদ্ধা নিতাই পাল, রুস্তম আলী হাওলাদার, রঙ্গলাল মৃধা, আব্দুল করিম, হুমায়ুন কবীর, আব্দুস সাত্তার, এসএম ইকবাল হোসেন বিপ্লব, কবি সৈয়দ আলী হাকিম, মনিরুল হক বাচ্চু, সামসুর রহমান বাবুল, সুতপা বেদজ্ঞ, মিজানুর রহমান বাবু, দীন মোহাম্মদ, কোহিনুর আক্তার কণা, জাহানারা আক্তারী, বরকত আলী, শাহিনা আক্তার, আফজাল হোসেন রাজু, এড. নিত্যানন্দ ঢালী, প্রভাষক জয়ন্ত মুখার্জী, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, উজ্জ্বল বিশ্বাস, ধীমান বিশ্বাস, সোমনাথ দে, আজিজুল খান আরমান, জাহিদ সুজন, মাহিলা আক্তার আনিকা, সঙ্গীতা মন্ডল, গাজী আবজাল, জামাল হোসেন, ডাঃ গৌরাঙ্গ সমাদ্দার, আদনান আহমেদ, কাজী জাভেদ খালিদ পাশা জয়, তানিয়া আক্তার মুক্তা, ওয়াহিদুর রেজা বিপলু, সাইদুর রহমান বাবু, ফজলু মোল্যা, মোঃ কামাল, গোবিন্দ বৈদ্য, শামস শারমিন, সামশের আলম, এসএম ফয়সাল, আব্দুল হাই, পারুল বেগম, সাহানা আক্তার, মোঃ সোহেল, ইমরান চৌধুরী, মোঃ হারুন, হাসান মিয়া, ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, আল আমিন, পারভীন আক্তার, আলী বেগম, নিকবার, নিমাই চন্দ্র ও রামপ্রসাদ রায় প্রমুখ।

 

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন