বুধবার । ২৮শে জানুয়ারি, ২০২৬ । ১৪ই মাঘ, ১৪৩২

মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার সাবেক ভারতীয় ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতের সাবেক ক্রিকেটার জ্যাকব মার্টিন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোরে গুজরাটের ভাদোদরা শহরের আকোতা এলাকায় এই ঘটনা ঘটে। মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে ৫৩ বছর বয়সী এই সাবেক ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভাদোদরা পুলিশ জানায়, রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে আকোতা এলাকার পুনীত নগর সোসাইটির কাছে নিজের এমজি হেক্টর গাড়িটি চালিয়ে যাচ্ছিলেন মার্টিন। সে সময় তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তিনটি গাড়িতে (কিয়া সেল্টোস, হুন্ডাই ভেন্যু ও মারুতি সেলারিও) প্রচণ্ড জোরে ধাক্কা মারেন। এতে গাড়িগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় বাসিন্দারা বিকট শব্দ শুনে ঘটনাস্থলে জড়ো হন এবং পুলিশকে খবর দেন। পুলিশ এসে মার্টিনকে মদ্যপ অবস্থায় দেখতে পায়। প্রাথমিক তদন্তের পর পুলিশ তাকে আটক করে এবং তার গাড়িটি জব্দ করা হয়।

পুলিশের ধারণা, বন্ধুর সঙ্গে মদ্যপানের পর তিনি নিজেই গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। তার বিরুদ্ধে ‘ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ’ ও ‘র‍্যাশ ড্রাইভিং’ আইনে মামলা করা হয়েছে।

জ্যাকব মার্টিন বরোদা ক্রিকেটের এক পরিচিত মুখ। তিনি বরোদার রঞ্জি ট্রফি দলের অধিনায়ক ছিলেন এবং ঘরোয়া ক্রিকেটে একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে খ্যাতি অর্জন করেন। ভারতের জাতীয় দলের হয়ে ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত ১০টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন