বৃহস্পতিবার । ১৫ই জানুয়ারি, ২০২৬ । ১লা মাঘ, ১৪৩২

অব্যাহতি পেলেন নাজমুল, অর্থ কমিটির দায়িত্বে বুলবুল

ক্রীড়া প্রতিবেদক

আগে থেকেই শোনা যাচ্ছিল বিসিবি পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি পেতে যাচ্ছেন এম নাজমুল ইসলাম। শেষ পর্যন্ত হয়েছেও তাই। এক আনুষ্ঠানিক বিবৃতিতে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিসিবি। বোর্ডের স্বার্থে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বিসিবি এক বিবৃতিতে জানায়, সাম্প্রতিক ঘটনায় বোর্ডের স্বার্থের কথা চিন্তা করে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এক্ষেত্রে ভঙ্গ করা হয়নি বিসিবির গঠনতন্ত্রের কোন ধারা। গঠনতন্ত্রের ৩১ ধারা অনুযায়ী তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আপাতত বিসিবির অর্থ কমিটির দায়িত্ব পালন করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বিবৃতিতে আরও জানায়, বিসিবি ক্রিকেটারদের সম্মান ও মর্যাদা ধরে রাখার ব্যাপারে সব সময় প্রতিশ্রুতিশীল। তাদের আশা বিসিবির এই সিদ্ধান্তের পর দ্রুতই বিপিএলের ম্যাচ খেলতে মাঠে ফিরবে ক্রিকেটাররা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন