বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

জ্যোতি-সোবহানার ব্যাটে বড় জয় মেয়েদের 

ক্রীড়া প্রতিবেদক

টি-২০ বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ফিফটি পেয়েছেন টপ অর্ডারের সোবহানা মুস্তারি। তাদের ব্যাটে ভালো রান তুলে নেদারল্যান্ডস নারী দলের বিপক্ষে ২৬ রানের জয় পেয়েছে মেয়েরা।

বুধবার (১৪ জানুয়ারি) নেপালের ত্রিভুবন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে বাংলাদেশ। দুই ওপেনার দিলারা আক্তার (৬) ও জুয়াইরিয়া ফেরদৌস (২) ব্যর্থ হন। ১২ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ নারী দল তৃতীয় উইকেট জুটিতে ১৩৯ রান যোগ করে।

তিনে ব্যাটিংয়ে নামা সোবহানা ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৫৮ বলে ৫৯ রান যোগ করেন। তার ব্যাট থেকে চারটি চার ও একটি ছক্কা আসে। চারে নামা অধিনায়ক জ্যোতি ৫১ বলে ৭৫ রানের অসাধারণ এক হার না মানা ইনিংস খেলেন। তার ব্যাট থেকে নয়টি চার ও একটি ছক্কা আসে।

জবাব দিতে নেমে ডাচ নারীরা ৭ উইকেটে ১২৫ রানে আটকে যায়। দলটির চার ব্যাটার ক্রিজে সেট হলেও রাবেয়া খান-ঋতু মনিরা তাদের বড় ইনিংস গড়তে দেননি। ডাচ ওপেনার ফেবে মলকেনবোর ২৪ বলে ২৮ রান করেন। তিন চারের সঙ্গে এক ছক্কা তোলেন তিনি। চারে নামা স্টেরি ক্যালিস ২৩ বলে ৩১ রান যোগ করেন। দলের পক্ষে সর্বাধিক রান করা ইনিংস খেলার পথে ছয়টি চারের শট হাঁকান তিনি।

এছাড়া ডাচ নারী দলের হয়ে রবিন রিজকে ও আইরিস জুইলিং ১৫ রান করে যোগ করেন। উইকেটরক্ষক ও অধিনায়ক ডি লিডে ১৩ রান করেন। বল হাতে বাংলাদেশ মেয়েদের হয়ে স্পিনার রাবেয়া ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন। ঋতু মনি ৩ ওভারে ১৭ রান খরচায় ২ উইকেট দখল করেন। ফাহিমা খাতুন ও নাহিদা আক্তার একটি করে উইকেট নেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন