অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শুভসূচনা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে গতকাল (শনিবার) আফগানিস্তান যুব দলের বিপক্ষে ২৮৪ রানের লক্ষ্য তাড়া করে জিতেছে আজিজুল হাকিম তামিমের দল। জয় নিশ্চিতের পথে সেঞ্চুরির সম্ভাবনা ছিল বাংলাদেশি ওপেনার জাওয়াদ আবরারের। কিন্তু ৯৬ রানে তাকে আক্ষেপ নিয়ে ফিরতে হয়। এরপর ম্যাচ কিছুটা টাইট হয়ে এলেও ৭ বল এবং ৩ উইকেট হাতে রেখেই জিতে যুব টাইগাররা।
ম্যাচ জয়ের পর অধিনায়ক আজিজুল হাকিম তামিম বলেন, ‘আমরা আজকে একটা ভালো শুরু করেছি। যা (পরবর্তীতে ম্যাচে) আমাদের অনেক সহায়তা করছে। ২৮৪ একটা বড় চেজ। আমি বিশ্বাস করি যে ব্যাটিংয়ে আমরা অনেক শক্তিশালী, (ম্যাচে) এটাই বোঝা গেছে।’
উদ্বোধনী জুটিতে জাওয়াদ ও রিফাত বেগ ১৫১ রান করেন। তাদের প্রশংসা করে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘জাওয়াদ আর রিফাত যেভাবে খেলছে আজকে, খুবই ভালো। বোলিংয়ে আরেকটু (ভালো করতে হবে)। আমার নিজের দিক থেকে কিংবা আরও যেসব বোলার ছিল, একটু উন্নতি করতে হবে। কারণ সামনের ম্যাচগুলো বড় দলের সঙ্গে, জিততে গেলে তাদের একটুও ছাড় দেওয়া যাবে না। এসব দিকে আমরা খেয়াল রাখতে পারি ইনশাআল্লাহ…(এখন পর্যন্ত) আলহামদুলিল্লাহ আমরা ভালো করছি।’
সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরির ব্যক্তিগত মাইলফলকের চেয়ে দলের জন্য যেটা ভালো হবে সেদিকেই নজর দেন তামিম, ‘আমরা খেলি শুধুই বাংলাদেশ দলকে জেতানোর জন্য। হয়তো এখানে ১০০ মিস গেছে বা ৫০ মিস হয়েছে। ওটা কিন্তু চিন্তার ব্যাপার না, আমাদের ভাবনা ম্যাচ জেতানোর দিকে। ছোট একটা জুটি অলিনও দিছে, জীবন ও রিজান শেষে রান এনে দিয়েছে। দলকে একটা অনেক বড় সহায়তা করেছে। এটা আমাদের জন্য খুবই জরুরি। তাই ব্যক্তিগত রানের দিকে না তাকিয়ে কেবল দল কিভাবে জেতে সেটাই চিন্তা করি সবসময়।’
প্রসঙ্গত, এবারের যুব এশিয়া কাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল। বাংলাদেশ ও শ্রীলঙ্কা নিজেদের প্রথম ম্যাচে জিতেছে। সমান পয়েন্ট পেলেও লঙ্কানরা শীর্ষে এবং দুইয়ে আছে তামিমের দল। গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে। বাংলাদেশ নিজেদের পরবর্তী ম্যাচে আগামীকাল (সোমবার) নেপালের বিপক্ষে লড়বে।
খুলনা গেজেট/এনএম

