বুধবার । ২৬শে নভেম্বর, ২০২৫ । ১১ই অগ্রহায়ণ, ১৪৩২

সুইজারল্যান্ডকে ৫-২ গোলে হারাল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

শুক্রবার শুরু হচ্ছে যুব হকি বিশ্বকাপ। টুর্নামেন্টে প্রথমবার খেলতে গিয়ে প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরে নিল বাংলাদেশ অনূর্ধ্ব ২১ হকি দল। বুধবার (২৬ নভেম্বর) চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণণ হকি স্টেডিয়ামে সুইজারল্যান্ডকে ৫-২ গোলে হারিয়েছে বাংলাদেশ।

দুটি গোল করেছেন বাংলাদেশের ড্র্যাগ অ্যান্ড ফ্লিক স্পেশালিস্ট আমিরুল। হুজিফা, রকি এবং জয় করেন একটি করে গোল।

এর আগে গতকাল (মঙ্গলবার) প্রথম প্রস্তুতি ম্যাচে চিলিকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ। হকিতে এবারই প্রথম ২৪ টি দল বিশ্বকাপে অংশগ্রহণ করছে। প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল। টুর্নামেন্টে গ্রুপ ‘এফ’-এ রয়েছে বাংলাদেশ।

গ্রুপ পর্বের খেলায় অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া এবং ফ্রান্সের বিপক্ষে লড়বে লাল-সবুজের প্রতিনিধিরা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন