সোমবার । ২৪শে নভেম্বর, ২০২৫ । ৯ই অগ্রহায়ণ, ১৪৩২

নেপালের কাছে হারল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ-নেপাল রাগবি সিরিজের ভেন্যু নিয়ে সংকট ছিল। শেষ পর্যন্ত জাতীয় স্টেডিয়ামেই বাংলাদেশ-নেপাল রাগবি ম্যাচ হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত সেভেন’স সিরিজে নেপালের কাছে হেরেছে বাংলাদেশ।

প্রথম ম্যাচে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি। নেপাল ১৫-০ পয়েন্টে বাংলাদেশকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে খানিকটা প্রতিদ্বন্দ্বিতা হয়। এরপরও বাংলাদেশের ১৫ পয়েন্টের বিপরীতে ২৬ পয়েন্ট পায় নেপাল। ফলে সাত জন নিয়ে খেলা সেভেনস ম্যাচে বাংলাদেশ সিরিজ পরাজিত হয়।

গত সপ্তাহে নেপাল ফুটবল দল ঢাকা স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলেছিল। ঐ ম্যাচে নেপাল বাংলাদেশকে হারাতে পারেনি। এবার রাগবিতে একই ভেন্যুতে স্বাগতিক বাংলাদেশকে হারাল নেপাল।

আগামীকাল ফিফটিন’স ম্যাচ অনুষ্ঠিত হবে। ফিফটিন একমাত্র ম্যাচটি সকাল নয়টায় শুরু হবে। কারণ আগামীকাল বিকেলে জাতীয় স্টেডিয়ামে নারী ফুটবল দল অনুশীলন করবে। এজন্য কালকের খেলাটি দুপুর থেকে সকালে এনেছে রাগবি।

২৬ নভেম্বর বাংলাদেশ-মালয়েশিয়া নারী দলের ম্যাচ থাকায় বাফুফে জাতীয় স্টেডিয়ামে রাগবি আয়োজনে আপত্তি দিয়েছিল। জাতীয় ক্রীড়া পরিষদ অবশ্য রাগবি আয়োজনে সম্মতি দিয়েছে। বাফুফের অনুরোধের প্রেক্ষিতে আগামীকাল ম্যাচের সময় পরিবর্তন করেছে রাগবি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন