রবিবার । ২৩শে নভেম্বর, ২০২৫ । ৮ই অগ্রহায়ণ, ১৪৩২
মুশফিকের শততম টেস্ট রাঙালো টাইগাররা

আইরিশদের বড় ব্যবধানে সিরিজ হারাল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

পঞ্চম দিনের প্রথম সেশনেই বাংলাদেশের জয় নিশ্চিত হবে বলে ধারণা করছিলেন অনেকে। তবে সেই ভাবনায় পানি ঢেলে আজ (রোববার) ৫৯.২ ওভার ব্যাট করল আয়ারল্যান্ডের টেল এন্ডাররা। ৭১ রানে অপরাজিত কার্টিস ক্যাম্ফার তো মিরপুরে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ বল (২৫৯) খেলার রেকর্ডই গড়ে ফেললেন। তা সত্ত্বেও দীর্ঘ অপেক্ষা শেষে ২১৭ রানের ব্যবধানে বড় জয় পেয়েছে স্বাগতিকরা। এই জয় দিয়ে মুশফিকুর রহিমের শততম টেস্ট রাঙিয়েছে স্বাগতিকরা। সেইসঙ্গে আয়ারল্যান্ডকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করলো নাজমুল হোসেন শান্তর দল।

৬ উইকেটে ১৭৬ রান তুলে গতকাল চতুর্থ দিন শেষ করেছিল আয়ারল্যান্ড। তখনই জয়ের সুবাস পেতে শুরু করেছিল নাজমুল হোসেন শান্ত’র দল। তবে সিরিজ নিশ্চিত করতে তাদের লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে। আগেরদিন টপ ও মিডল অর্ডার ব্যাটাররা ৫৪ ওভার খেলেছিল, বিপরীতে আজ তাইজুল-হাসানদের বিপক্ষে দাঁতে দাঁত চেপে বাকি ৪ ব্যাটার খেললেন ৫৯ ওভার। এর আগে সিলেট টেস্টে বাংলাদেশ ইনিংস ব্যবধানে জিতেছিল। ফলে লাল বলের সিরিজ শেষ হলো ২-০ ব্যবধানে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন