রবিবার । ২৩শে নভেম্বর, ২০২৫ । ৮ই অগ্রহায়ণ, ১৪৩২

বাংলাদেশের জয়ের অপেক্ষা বাড়াল আয়ারল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

ঢাকা টেস্টের চতুর্থ দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল বাংলাদেশ। তবে পঞ্চম দিনে স্বাগতিকদের সেই অপেক্ষা দীর্ঘায়িত করেছেন কার্টিস ক্যাম্ফার। এই অলরাউন্ডার একপ্রান্ত আগলে ধরে রেখে তুলে নিয়েছেন অনবদ্য হাফসেঞ্চুরি। তার প্রতিরোধের দেয়ালে জয়ের অপেক্ষা বাড়ল নাজমুল হোসেন শান্ত ব্রিগেডের।

রোববার (২৩ নভেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের দেয়া ৫০৯ রানের লক্ষ্যে ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে পঞ্চম দিনের ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ড মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ২ উইকেট হারিয়ে তুলেছে আরও ৮৭ রান। এখন আয়ারল্যান্ডের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ২৬৩ রান।

জিততে হলে শেষ দুই সেশনে আয়ারল্যান্ডকে করতে হবে আরও ২৪৬ রান, বাংলাদেশের দরকার ২ উইকেট। ক্যাম্ফার ২০৩ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৬৩ ও গাভিন হোয়ে ৩৮ বলে ১৮ রান নিয়ে দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নামবেন। সিলেটে আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারিয়ে ১-০ তে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ।

আজ দিনের ১৪তম ওভারে অ্যান্ডি ম্যাকব্রাইনকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। বিদায়ের আগে ৫৩ বলে ২১ রান করেন এই স্পিনিং অলরাউন্ডার। এই উইকেটের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম কোনো বোলার হিসেবে টেস্টে ২৫০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেন ৩২ বছর বয়সী তাইজুল।

এরপর আক্রমণাত্বক ব্যাটিংয়ে অষ্টম উইকেটে ৪৮ রান যোগ করে ক্যাম্ফার ও জর্ডান নিলের জুটি। ৪৬ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩০ রান করা নিলকে বোল্ড করে সেই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। যা দ্বিতীয় ইনিংসে এই অলরাউন্ডারের প্রথম উইকেট। ২৩৭ রানে ৮ উইকেট হারানোর পর দ্রুতই জয়ের প্রত্যাশা করছিল বাংলাদেশ।

কিন্তু তখনও ক্রিজে টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেওয়া ক্যাম্ফার। এর আগে ৮ টেস্টের ক্যারিয়ারে তিনি একটি সেঞ্চুরি করেন। সকাল সাড়ে ১১টায় মধ্যাহ্ন বিরতি দেওয়ার কথা থাকলেও, ম্যাচ শেষ হয়ে যাবে এই আশায় সেই সময় পিছিয়ে খেলা চলতে থাকে। শেষ পর্যন্ত হতাশই করেছেন ক্রিজে থাকা দুই আইরিশ ব্যাটার।

এখন পর্যন্ত স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার তাইজুল। হাসান মুরাদের শিকার ২টি এবং খালেড আহমেদ পেয়েছেন ১ উইকেট।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন