আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসের প্রথম দুই উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। ১৩ রান করা আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালর্বিনিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি।
এতেই টেস্ট ক্রিকেটে দেশের পক্ষে সর্বাধিক উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল। সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন তিনি।
পরে তাইজুল তুলে নেন ৯ রান করা পল র্স্টালিংকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টেস্ট ক্রিকেটে তাইজুল ইসলামের উইকেট ২৪৮টি। এর আগে দেশের পক্ষে সর্বাধিক ২৪৬ উইকেট ছিল সাকিবের। ঢাকা টেস্টে আইরিশদের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে সাকিবকে স্পর্শ করেন তাইজুল। দ্বিতীয় ইনিংসে ছাড়িয়ে গেছেন।
সাকিব ৭১ ম্যাচের ১২১ ইনিংসে আড়াশ’ ছোঁয়া উইকেট নিয়েছেন। তাইজুল খেলছেন ৫৭তম টেস্ট, বোলিং করছেন ১০৩তম ইনিংসে। তার সামনে এখন দেশের প্রথম ক্রিকেটার হিসেবে আড়াইশ’ টেস্ট উইকেট নেওয়ার সুযোগ। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে তিনশ’ উইকেটের পথেও আছেন তিনি।
সাকিবের সর্বাধিক উইকেটের রেকর্ড ভাঙলেও সবচেয়ে বেশিবার পাঁচ উইকেট নেওয়ার কীর্তি এখনো ভাঙতে পারেননি তাইজুল। ক্যারিয়ারে সাকিব ১৯বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। তাইজুল ১৭বার নিয়েছেন পাঁচ উইকেট। দু’জন ক্যারিয়ারে দু’বার করে এক ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। সেরা বোলিং লিগারে অবশ্য তাইজুল (৮/৩৯) ছাড়িয়ে গেছেন সাকিবকে (৭/৩৬)।
খুলনা গেজেট/এনএম

