বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

মুশফিক-লিটনের সেঞ্চুরিতে বাংলাদেশের ৪৭৬

ক্রীড়া প্রতিবেদক

দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলছেন মুশফিকুর রহিম। ঐতিহাসিক মুহূর্তে সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি। ঢাকা টেস্টে দিনের দ্বিতীয় ওভারে সেঞ্চুরি তুলে নেন তিনি। নবম ওভারে আউট হন। পরে সেঞ্চুরি করে আউট হন লিটন দাস। মিরপুর স্টেডিয়ামে তাদের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ১৪১.১ ওভারে ৪৭৬ রান করে অলআউট হয়েছে বাংলাদেশ।

মুশফিকুর রহিম ২১৩ বল খেলে ১০৬ রান করে আউট হয়েছেন। তার ব্যাট থেকে পাঁচটি চারের শট আসে। তিনি ৯৯ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিলেন। লিটন দাস ১৯২ বলে ১২৮ রান করে ফিরেছেন। তিনি আটটি চার ও চারটি ছক্কা মেরেছেন। টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিতে তিন হাজার রান ছাড়িয়েছেন তিনি। মেহেদী মিরাজ ৪৭ রানে আউট হয়েছেন।

প্রথম দিন ৯৯ রানে অপরাজিত: প্রথম দিনের ৯০ ওভার শেষে ৯৯ রানে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম। আরও একটা ওভার খেলানো যায় কিনা আলাপ করতে এগিয়ে এসেছিলেন আম্পায়ার। শেষ পর্যন্ত স্টাম্পের বেল ফেলে দেন। এক রানের অপেক্ষায় একটা রান পার করতে হয় মুশফিকের।

মুমিনুল-মুশফিকের জুটি: ঢাকা টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫২ রানের ওপেনিং জুটি পায় বাংলাদেশ। দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় যথাক্রমে ৩৫ ও ৩৪ রান করে সাজঘরে ফিরে যান। পরেই নাজমুল শান্ত ফিরলে ৯৫ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে মুমিনুল হক ও মুশফিকুর রহিম ১০৭ রানের জুটি গড়েন। মুমিনুল ৬৩ রান যোগ করে আউট হয়ে যান।

মুশফিক-লিটনে কর্তৃত্ব: প্রথম দিনের প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাট হাতে কর্তৃত্বই করছে। শেষ বেলায় সেঞ্চুরির পথে থাকা মুশফিকের সঙ্গে নির্ভার দিন কাটান লিটন দাস। আইরিশদের কোন সুযোগ না দিয়ে তিনি ফিফটি ছোঁয়া ইনিংস খেলেন। দু’জন ৯০ রান যোগ করে দিন শেষ করে।

অ্যান্ডি ম্যাকব্রিনির লড়াই: প্রথম দিন আয়ারল্যান্ড হাতের হাতে থাকা সকল বোলিং অস্ত্রই ব্যবহার করেছে। ছয় বোলার দিয়ে ৯০ ওভার বোলিং করালেও প্রথম চার ব্রেক থ্রুই দেন দলটির স্পিনার অ্যান্ডি ম্যাকব্রিনি। ইনিংসের শেষ দুই উইকেটও নেন তিনি। দ্বিতীয় দিন ম্যাথু হামফ্রিজ ও গাভিন হোয়ে দুটি করে উইকেট নেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন