২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসি খেলবেন কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। গতকাল অ্যাঙ্গোলার মাঠে বছরের শেষ ম্যাচ খেলতে নেমেছিল তার দল আর্জেন্টিনা। গায়ে ছিল বিশ্বকাপের নতুন জার্সি। লুয়ান্ডায় সেই ম্যাচে ২-০ গোলে স্বাগতিকদের হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
নতুন জার্সিতে মেসি প্রথম গোলটি করিয়ে দিয়েছেন। লাউতারো মার্টিনেজ বিরতির আগে দলকে এগিয়ে দেন। তারপর ৮২ মিনিটে তারই অ্যাসিস্টে আটবারের ব্যালন ডি’অর জয়ী দ্বিতীয় গোল করেন। চার মিনিট পর মাঠ থেকে উঠে যান মেসি।
এই প্রীতি ম্যাচে নতুন জার্সিতে খেলার পর মেসি বেশ কিছু ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তারপর ক্যাপশন দিয়েছেন, ‘আমার দেশকে প্রতিনিধিত্ব করে যেতে পেরে আমি গর্বিত। আমার দেশের জন্য নীল ও সাদা জার্সিতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারা গর্বের ব্যাপার।’
একটি করে গোল ও অ্যাসিস্টের পাশাপাশি একটি পরিষ্কার সুযোগ তৈরি করেছিলেন মেসি। তার পাঁচ শটের দুটি ছিল গোলপোস্টে। আরেকটা বিশ্বকাপে খেলা নিয়ে অনেকবারই মন্তব্য করেছেন মেসি। তবে কোথাও ঠিক স্পষ্ট করে কিছু বলেননি। বিশ্বকাপে খেলতে আগ্রহী, আবার একই সঙ্গে সাবধানীও এলএমটেন।
মেসি বলছেন, ‘আমি দলের ওপর বোঝা হতে চাই না। যদি মনে হয়, যেভাবে খেলতে চাই, সেভাবে খেলতে পারব, তবেই খেলব।’
১৯২ ম্যাচ। ১১২টি গোল। কোপা, আমেরিকা ট্রফি, বিশ্বকাপে গোল্ডেন বল এবং বিশ্বকাপের সেই সোনালি ট্রফি, কী নেই তার ঝুলিতে! আর সেটাই যেন তার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। মেসি বলছেন, ‘এটা আমার জন্য বিশেষ বিশ্বকাপ। দেশের হয়ে খেলাটা সবসময় স্পেশাল। বিশেষ করে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে। তাও এটা জেতার পর।’
পরক্ষণেই তার সাবধানী মন্তব্য, ‘কিন্তু আমি দলের জন্য বোঝা হতে চাই না। যদি মনে হয় দলকে সাহায্য করতে পারব। যেভাবে খেলতে চাই, সেভাবে খেলতে পারব, তবেই খেলব।’
খুলনা গেজেট/এএজে

