লা লিগার মতো এবার চ্যাম্পিয়ন্স লিগেও ব্যাকফুটে বার্সেলোনা। লিগ টেবিলে দুইয়ে থাকা কাতালান ক্লাবটি ইউরোপ সেরার লড়াইয়ের গ্রুপ পর্বের চার ম্যাচের দুটিতে পয়েন্ট হারিয়েছে। বুধবার রাতে যেমন ক্লাব ব্রুগের বিপক্ষে হারতে বসেছিল হানসি ফ্লিকের দল। শেষ দিকে আত্মঘাতী গোলে রক্ষা হয়েছে তাদের। ৩-৩ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়তে পেরেছে।
বার্সার মতো হারের শঙ্কা থেকে একটি পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে চেলসিরও। আজারবাইজানের ক্লাব কারাবাগের বিপক্ষে শুরুতে লিড নিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ব্লুজদের।
বুধবার রাতে জ্যান ব্রেইডেল স্টেডিয়ামে ৬ মিনিটে বেলজিয়াম ক্লাব ব্রুগ প্রথম লিড নেয়। দুই মিনিট পরই বার্সার ফেরান তোরেস ওই গোল শোধ করেন। তবে ১৭ মিনিটে স্বাগতিক দল ব্রুগের নেওয়া লিড প্রথমার্ধে আর শোধ করতে পারেনি কাতালানরা।
দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে বার্সার তরুণ স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল গোল করে ২-২ ব্যবধান করে ফেলেন। কিন্তু মুহূর্তে ওই লিড হারায় হানসি ফ্লিকের দল। ৬৩ মিনিটে আবার লিড নেয় ব্রুগ। জয়ের সুবাস পাওয়া দলটি নিজেদের ভুলে হতাশ হয়। ৭৭ মিনিটে আত্মঘাতী গোল হজম করে তারা।
আজারবাইজানের তোফিক বাহরামোভ স্টেডিয়ামে কারাবাগের জালে ম্যাচের শুরুতে গোল দেয় চেলসি। ১৬ মিনিটে দলটির ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান প্রতিভা এস্তেভাও উইলিয়াম জালে বল পাঠান। ১৮ বছরের প্রথম দক্ষিণ আমেরিকান ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে পরপর দুই ম্যাচে গোল করার কীর্তি গড়েন।
পরেই কারাবাগ সমতায় ফেরে। দলটির হয়ে লিওনার্দো আন্দ্রাদে ২৯ মিনিটে ২-২ গোলের সমতা করে ফেলে। ২৯ মিনিটে পেনাল্টি থেকে লিড নেয় কারাবাগ। ম্যানইউ থেকে চেলসিতে যোগ দেওয়া আর্জেন্টাইন ফরোয়ার্ড আলেহান্দ্রো গার্নাচো ৫৩ মিনিটে গোল করে হার থেকে রক্ষা করেন চেলসিকে।
খুলনা গেজেট/এনএম

