সোমবার । ৩রা নভেম্বর, ২০২৫ । ১৮ই কার্তিক, ১৪৩২

ফাইনালে বড় সংগ্রহ পেয়েছে ভারত

ক্রীড়া প্রতিবেদক

দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্দানার ব্যাটে দারুণ শুরু পেয়েছিল ভারত। ওপেনারদের গড়ে দেওয়া শক্ত ভিতে দাঁড়িয়ে মিডল অর্ডার ব্যাটাররা দলকে বড় সংগ্রহ এনে দিয়েছেন। বিশেষ করে দিপ্তি শর্মা ও রিকা ঘোষের আক্রমণাত্মক ব্যাটিং দলের জন্য কার্যকরী ছিল।

মুম্বাইয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৮ রান করেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেছেন শেফালি।

ফাইনালের রোমাঞ্চে শুরুতেই পানি ঢেলে দেয় বৃষ্টি! মুম্বাইয়ে টস হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বিকাল ৩টায়। তবে বেরসিক বৃষ্টিতে নির্ধারিত সময়ে টস হয়নি। একই কারণে ঘণ্টা দুয়েক দেরিতে ম্যাচ মাঠে গড়ায়। তবে ফাইনালে দুই ঘণ্টা অতিরিক্ত সময় রাখায় ম্যাচের দৈর্ঘ্য কমেনি।

ভারতের উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার। ৫৮ বলে ৪৫ রান করে স্মৃতি ফিরলে ভাঙে ১০৪ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার শেফালি পেয়েছেন ফিফটির দেখা। অবশ্য সেঞ্চুরির সুযোগও ছিল তার সামনে। তবে সেই সম্ভাবনা কাজে লাগাতে পারেননি। ৭৮ বলে করেছেন ৮৭ রান।

দুই অভিজ্ঞ ব্যাটার জেমিমা রদ্রিগেজ ও হারমানপ্রীত কর ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। দুজনেই আউট হয়েছেন বিশের ঘরে। তবে দীপ্তি শর্মা ও রিকা ঘোষ মিলে দারুণ ফিনিশিং দিয়েছেন। ৫৮ বলে ৫৮ রান করেছেন দীপ্তি। আর রিকার ব্যাট থেকে এসেছে ২৪ বলে ৩৪ রান।

খুলনা গেজেট/এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন