শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মারুফার করা সেই বল টুর্নামেন্টের সেরা : মালিঙ্গা

ক্রীড়া প্রতিবেদক

নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। পাকিস্তানকে হারানোর ম্যাচে সব আলো কেড়ে নিয়েছেন মারুফা আক্তার। এই ক্রিকেটারের পেস-সুইংয়ে দিশেহারা ছিলেন পাক টপ অর্ডার ব্যাটাররা। যে কারণে ক্রিকেট বিশেষজ্ঞদের প্রশংসায় ভাসছেন তিনি।

এই মুহূর্তে দুনিয়ার অন্যতম সেরা ব্যাটার সিদরা আমিনকে মারুফা যে বলে বোল্ড করেছেন মারুফা তা দেখে অনেকে খানকিটা অবাক হয়েছেন। কেননা দারুণ ইন সুইং বলে গোল্ডেন ডাকে ফেরেন সিদরা। ক্রিকেট দুনিয়ার অন্যতম সেরা পেসার লাসিথ মালিঙ্গার চোখও এড়াইনি এই বলটি।

তার ফেসবুক প্রোফাইলে লিখেছেন মারুফার সেই ডেলিভারি নিয়ে। আখ্যা দিয়েছেন বিশ্বকাপে এখন পর্যন্ত সেরা ডেলিভারি হিসেবে। মালিঙ্গা লিখেছেন, ‘পিওর স্কিল, এক্সিলেন্ট কন্ট্রোল। এখন পর্যন্ত এই টুর্নামেন্টের সেরা ডেলিভারি।’

এদিকে ম্যাচ শেষে পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা বলেছেন, ‘শুরুতে বোলিং করাটা অনেক মজার ছিল। বেশ সিম হচ্ছিল। শুরুতে উইকেট দিতে চাই না আমরা। তবে প্রথম ওভারেই দুই উইকেট চলে গেছে। ভালো সিম হচ্ছিল। মারুফা শুরুতে অনেক ভালো বোলিং করেছে। পেসারদের সাপোর্টে শুরুতে ভালো করতে হবে আমাদের। সামনের ম্যাচগুলোয় আরও ভালো করতে চাইব আমরা।’

এছাড়া নিজেদের ব্যাটিং নিয়ে হতাশা ঝরেছে ফাতিমার কণ্ঠে, ‘স্যারদের সাথে ব্যাটিং নিয়ে আলোচনা হচ্ছে, আরও ভালো প্ল্যান করার চেষ্টা করছি। আগে যেভাবে খেলে এসেছি সেভাবেই সামনে খেলে যেতে চাইব। চাপ থাকবেই, অনেক মেয়ে চাপের ম্যাচ প্রথম খেললো। ফলে সামনে এগুলো মানিয়ে নিয়ে খেলতে হবে আমাদেরকে। (বাংলাদেশকে) ২৫০ (রানের টার্গেট) দিতে পারলে ভালো হত। এমন উইকেটে যেখানে স্পিন হচ্ছিল সেখানে ২৫০+ টার্গেট দিতে চাচ্ছিলাম আমরা।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন