বুধবার । ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ । ২রা আশ্বিন, ১৪৩২

ভালো শুরু করেও দেড়শ’ ছাড়ানো পুঁজি বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

বাঁচা-মরার ম্যাচে ভালো শুরু পেয়েও কাজে লাগাতে পারল না বাংলাদেশ। পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান করার পর বড় সংগ্রহের স্বপ্ন দেখছিলেন ক্রিকেট ভক্তরা। তবে মিডল ওভারে রশিদ খান এবং নূর আহমেদের ঘূর্ণিতে পথ হারায় টাইগাররা। শেষ ১৪ ওভারে কেবল ৯৫ রান করে বাংলাদেশ থামে ১৫৪ রানে।

সুপার ফোরের আশা বাঁচাতে জয় লাগবেই, এশিয়া কাপের এমন ম্যাচে আজ (১৬ সেপ্টেম্বর) আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ইনিংস শেষে আফগানদের ১৫৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

ব্যাটিংয়ে নেমে পাওয়ারপ্লেতে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন তানজিদ তামিম এবং সাইফ হাসান। পাওয়ারপ্লেতে এই দুজন মিলে যোগ করেন ৫৯ রান।পাওয়ারপ্লের পরপরই সাইফকে বোল্ড করে সাজঘরে ফেরান রশিদ খান। ২৮ বলে ৩০ রান করেন এই ওপেনার। উইকেট হারানোর পর রানের গতি কমে বাংলাদেশের। আফগান স্পিনের সামনে সেট হতে সময় লাগছিল লিটন দাসের। ১০ ওভারে টাইগারদের রান গিয়ে দাঁড়ায় ৮৭-তে। সেট আর হওয়া হয়নি লিটনের। একাদশ ওভারের প্রথম বলে নূর আহমেদের শিকারে পরিণত হন টাইগার অধিনায়ক। ১১ বলে ৯ রান করেন তিনি।

৩ ছক্কা ও ৪ চারে ২৮ বলে দাপুটে ফিফটি করেন তানজিদ। তবে ফিফটির পর টিকতে পারেননি তিনিও। ১৩তম ওভারের পঞ্চম বলে লং অফে ক্যাচ তুলে দেন তিনি। রশিদ খানের পরপর দুই বলে ২ চার মেরে দারুণ কিছুর আশা দেখিয়েছিলেন শামীম হোসেন পাটোয়ারিও। তবে ১১ রানের বেশি করতে পারেননি। তাওহীদ হৃদয়ের ২০ বলে ২৬ রানের ইনিংস থামে ১৯তম ওভারে।

শেষ ৪ ওভারে কেবল ৩০ রান করতে পেরেছে বাংলাদেশ। ১৩ বলে ১২ রান করে অপরাজিত ছিলেন জাকের আলী। নুরুল হাসান সোহান ৬ বলে ১২ রানের ইনিংস খেলেছেন।

খুলনা গেহেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন