জিততে বাংলাদেশের প্রয়োজন ১৪৪ রান

ক্রীড়া প্রতিবেদক

একযুগ আগের হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে টাইগারদের সামনে। এশিয়া কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে হংকংয়ের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ১৪৪ রান। জয়ের জন্য ওভারপ্রতি প্রয়োজন ৭.২০ রান।

টস জিতে ফিল্ডিংয়ে নেমে শুরু থেকেই হংকংকে চাপে রাখে বাংলাদেশের বোলাররা। ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান তুলতে সক্ষম হয় হংকং। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন নিজাকাত খান। বাংলাদেশ দলের হয়ে সমান দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন।

প্রথম উইকেট আসে তাসকিনের হাত ধরে। আনশুমান রাথ মাত্র ৪ রানে কট বিহাইন্ড হন। আম্পায়ার শুরুতে সাড়া না দিলেও রিভিউ নিয়ে উইকেট আদায় করে নেয় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটটি তুলে নেন তানজিম সাকিব, তার দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হন বাবর হায়াত (১৪)।

এরপর জিশান আলী ও নিজাকাত খান ৪১ রানের জুটি গড়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে সেই জুটি ভাঙেন তানজিম। জিশান (৩০) মিডউইকেটে মোস্তাফিজুরের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরেন।

চতুর্থ উইকেটে নিজাকাত ও ইয়াসিম মুর্তজা গড়েন আরেকটি ছোট জুটি। তবে ১৮তম ওভারে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান মুর্তজা (২৮)। শেষ দিকে রিশাদ হোসেনের জোড়া আঘাতে ম্যাচে আবারও মোড় নেয়। তার এক ওভারেই ফেরেন নিজাকাত (৪২) ও কিঞ্চিৎ শাহ (০)। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে হংকংয়ের সংগ্রহ দাঁড়ায় ১৪৩/৭।

উল্লেখ্য, ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে হংকংয়ের বিপক্ষে শেষ দেখা হয়েছিল বাংলাদেশের। সেই ম্যাচে ২ উইকেটে হেরেছিল টাইগাররা। দীর্ঘ ১১ বছর পর এবার সে হারের জবাব দেওয়ার সুযোগ লিটন দাসদের সামনে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন