Edit Content
খুলনা, বাংলাদেশ
রবিবার । ৩১শে আগস্ট, ২০২৫ । ১৬ই ভাদ্র, ১৪৩২
Edit Content

শুরুতেই ডাচদের চেপে ধরেছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

নতুন বলে দারুণ শুরু করেছেন বাংলাদেশের বোলাররা। ইনিংসের শুরু থেকেই ডাচ ব্যাটারদের চাপে রেখেছেন মাহেদি হাসান-শরিফুল ইসলামরা। স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিংয়ের ফলে পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে ৩৪ রানের বেশি করতে পারেনি নেদারল্যান্ডস।

ইনিংসের প্রথম ওভারেই স্পিন আক্রমনে যান লিটন দাস। নতুন বল তুলে দেন শেখ মেহেদির হাতে। প্রথম ওভারে ডানহাতি এই অফ স্পিনার বেশ নিয়ন্ত্রিত বোলিং করেন। তবে অপর প্রান্ত থেকে পেস আক্রমণে যায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভার করতে এসে তিন বাউন্ডারি হজম করেন শরিফুল ইসলাম।

এক ওভার করার পরই শরিফুলকে সরিয়ে তাসকিন আহমেদকে আক্রমণে আনেন লিটন। তাতেই সাফল্যের দেখা পায় বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে এসে নিজের করা প্রথম বলেই ব্রেকথ্রু এনে দেন তাসকিন।

মিডল-লেগ স্টাম্পের ওপর করা গুড লেংথের বলে শর্ট কভারে জাকের আলির হাতে ক্যাচ দিয়েছেন ম্যাক্স ও’ডাউড। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৫ বলে ২৩ রান।

৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩৪ রান করেছে নেদারল্যান্ডস।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন