রূপসায় ১৬ দলীয় একাডেমি চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ডুমুরিয়ার আছাদ ফুটবল একাডেমি ২-১ গোলে খুলনা ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকালে রূপসা উপজেলার নৈহাটি স্পোর্টিং ক্লাব আয়োজিত নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলার পুরষ্কার বিতরণ করা হয়।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় খুলনা ফুটবল একাডেমি এবং ডুমুরিয়া আসাদ ফুটবল একাডেমি। খেলার শুরুর প্রথম মিনিটেই খুলনা ফুটবল একাডেমির ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নিশান এক দুর্দান্ত গোল করে বসেন। প্রথমার্ধে খুলনা একাডেমি এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের ২৫ মিনিটের সময় আসাদ একাডেমির ১৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাগরের গোলে সমতা ফিরে আসে। সর্বশেষ দ্বিতীয়ার্ধের শেষ মূহুর্তে আসাদ একাডেমির ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইয়াসিনের গোলে খুলনা ফুটবল একাডেমিকে ২-১ গোলে হারিয়ে আসাদ একাডেমি টুর্নামেন্টে চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় ম্যান অব ম্যাচ নির্বাচিত হন আসাদ একাডেমির ইয়াসিন এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন একই দলের সোহাগ। খেলা পরিচালনা করেন এসএম জুনায়েদ শরীফ,আলী আকবর, মোক্তার হোসেন মিন্টু, জামাল মোল্যা৷ ধারা ভাষ্যকার হিসাবে উপস্থিত ছিলেন এ্যাডঃ প্রজেশ রায়, মুস্তাহিদুর রহমান মুক্ত। খেলার সার্বিক সহযোগিতা করে সান স্পোর্টিং ক্লাব।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি বলেন, ‘খেলাধূলা মানুষের মনকে বিকশিত করে। তেমনি যুবকদের মরনব্যাধি মাদকের আসক্তি থেকে মুক্ত করে। একারনে বিএনপি সরকার গঠন করতে পারলে খেলাধুলাকে অগ্রাধিকার দিয়ে শান্তি ও সমৃদ্ধির দেশ গড়ে তোলা হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম, যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্য খায়রুল ইসলাম,কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল,বাফুফের টেকনিক্যাল ডিপার্টমেন্টের এ্যাডমিনিসট্রেক্টর মাহবুব আলম পলক, খুলনা ক্রীড়া সংস্থার শাহ আসিফ হোসেন মিন্টু, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান,সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, খুলনা জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহবায়ক আরিফুর রহমান আরিফ, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এসএম মহিউদ্দিন মিন্টু,সদস্য সচিব মো: দিদারুল ইসলাম।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৈহাটি সান স্পোর্টিং ক্লাবের স্বত্বাধিকারী মোঃ মঈনুল ইসলাম টুটুল। স্বাগত বক্তৃতা করেন নৈহাটি স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ আব্দুল কাদের। সভা পরিচালনা করেন খুলনা জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি শাহ্ জামান প্রিন্স। সার্বিক সহযোগিতায় ছিলেন নৈহাটি স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নিজামউদ্দিন টিটো এবং উপদেষ্টা আবু মুসা ও যুগ্ম সাধারণ সম্পাদক বাবু মোল্যা প্রমুখ।
খুলনা গেজেট/এসএস