ব্যাংককের এক্কামাই ইন্টারন্যাশনাল স্কুল মাঠে আয়োজিত অনূর্ধ্ব-১৪ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে ব্যাংকক পৌছেছে সাতক্ষীরার ওয়ারিয়র স্পোর্টস একাডেমির ১০ ক্ষুদে ফুটবলার। বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১২টার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে তারা দেশ ছাড়ে।
আগামী রোববার (১০ আগষ্ট) ব্যাংককের এক্কামাই ইন্টারন্যাশনাল স্কুল মাঠে এই টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের কোনো স্থানীয় ফুটবল একাডেমির জন্য এটিই প্রথম আন্তর্জাতিক অংশগ্রহণ।
অনূর্ধ্ব-১৪ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের পাশপাশি ওয়ারিয়র স্পোর্টস একাডেমি খেলবে আরও কয়েকটি প্রীতি ম্যাচ (ফ্রেন্ডলি), যা আয়োজন করছে আই এফ এল স্পোর্টস ম্যানেজমেন্ট। এসব ম্যাচও হবে ব্যাংকক শহরেই।
দলে থাকা খেলোয়াড়রা হলো, আলিফ জামান, সোহাগ হোসেন, সিয়াম ইসলাম, মারুফ বিল্লাহ, আজিজুর রহমান ভূঁইয়া, মুকিদুরজ্জামান, প্রিয়ম বিশ্বাস, রিফাত পারভেজ, নুর হোসেন ও সালাহউদ্দিন রনি।
সাতক্ষীরার এই ক্ষুদে ফুটবলারদের ব্যাংককের এই টুর্নামেন্টের অংশগ্রহণের নেপথ্য কারিগর বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন। তিনিই সাতক্ষীরায় গড়ে তুলেছেন ওয়ারিয়র স্পোর্টস একাডেমি। যা ফুটবলার হয়ে উঠার অনুপ্রেরণা যোগাচ্ছে কিশোর-কিশোরীদের।
২০২১ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করে ওয়ারিয়র স্পোর্টস একাডেমি। এরপর থেকেই নিয়মিত অনুশীলন, বয়সভিত্তিক প্রশিক্ষণ, স্থানীয় প্রতিযোগিতা এবং প্রতিভা বাছাইয়ের মাধ্যমে গড়ে ওঠে একাডেমির ফুটবলাররা। এ একাডেমিটি বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওয়ান স্টার মর্যাদা পেয়েছে।
জানা গেছে ওয়ারিয়র স্পোর্টস একাডেমির হেড কোচ পিন্টু কুমার মিত্র, সহকারী কোচ সিরাজ উদ্দিন, ট্রেইনার ফেরদৌস খোকন, ম্যানেজার মেহেদী হাসান এবং টিম লিডার তৌসিফ ইসলাম—সবাই মিলে দীর্ঘ সময় ধরে এই টুর্নামেন্টের প্রস্তুতি নিয়েছেন। তবে খেলোয়াড় নির্বাচন, অনুশীলন, ভিসা প্রক্রিয়া থেকে শুরু করে স্পন্সর নিশ্চিতকরণ-সবখানেই সাবিনার ভূমিকা ছিল সরাসরি।
এই সফরের স্পন্সর হিসেবে আছে বাংলা ট্র্যাক সল্যুশন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং রয়্যাল ওরাঞ্জে।
খুলনা গেজেট/এসএস