Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ৮ই আগস্ট, ২০২৫ । ২৪শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ইংল্যান্ডে গুরুতর অভিযোগের মুখে পাকিস্তানি ব্যাটার, নিষিদ্ধ করল পিসিবি

ক্রীড়া প্রতিবেদক

সম্প্রতি পাকিস্তান শাহীন্সের (‘এ’ দল) হয়ে যুক্তরাজ্যে সফর করেছেন তরুণ ব্যাটার হায়দার আলি। গত সোমবার শেষ হওয়া ওই সফর চলাকালে তার বিরুদ্ধে গুরুতর অপরাধে জড়ানোর অভিযোগ উঠেছে। যা নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। এদিকে, তদন্ত শেষ হওয়া পর্যন্ত হায়দারকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের সংবাদমাধ্যম ও ইএনপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে অবশ্য হায়দারের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি উল্লেখ করেনি। ক্রিকবাজের তথ্যমতে– হায়দারের বিরুদ্ধে অভিযোগটি যৌন শ্লীলতাহানির। জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হলেও তিনি আটক নন বলেও নিশ্চিত করেছেন ম্যানচেস্টার পুলিশ।

এদিকে, ২৪ বছর বয়সী এই ব্যাটারকে নিষিদ্ধ করলেও, আইনি সহায়তার কথা জানিয়েছে পিসিবি। এক বিবৃতিতে তারা জানায়, ‘যুক্তরাজ্যের আইনি পদ্ধতি ও প্রক্রিয়ার ওপর পুরোপুরি আস্থা রাখে পিসিবি এবং আমরা তদন্তকে আপন পথে চলতে দেওয়ার গুরুত্ব অনুধাবন করি। সে অনুযায়ী হায়দার আলিকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি, যা এই মুহূর্ত থেকে চলমান তদন্তের ফল না পাওয়া পর্যন্ত কার্যকর হবে।’

পিসিবি আরও জানায়, ‘আইনি প্রক্রিয়া যখন শেষ হবে এবং সব সত্য প্রতিষ্ঠিত হবে যথাযথভাবে, তখন প্রয়োজনে আচরণবিধি অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে পিসিবি। পুরো প্রক্রিয়া চলাকালে তার অধিকার সমুন্নত রাখতেও পিসিবি আইনি সহায়তা দেবে।’

গত সোমবার শেষ হওয়া পাকিস্তান শাহীন্সের যুক্তরাজ্য সফরের দলে সিনিয়র ক্রিকেটার হায়দার। সিরিজে তিনটি ৫০ ওভারের ম্যাচ এবং দুটি তিনদিনের (লাল বলে) ম্যাচেও তিনি খেলেছেন। ওয়ানডে সিরিজে পাকিস্তান শাহীন্স ২-১ ব্যবধানে জেতে, আর ড্র হয়েছে দুটি টেস্ট-ই।

পাকিস্তান জাতীয় দলে ইতোমধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে ২৪ বছর বয়সী এই ব্যাটারের। দুটি ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টি খেলেছেন হায়দার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তার চাহিদা রয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেছেন দুটি আসর। ২০২২-২৩ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে এক ম্যাচ এবং গত বিপিএলে চিটাগং কিংসের হয়ে ১২টি ম্যাচ খেলেন হায়দার।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন