বাংলাদেশের আসার কথা ছিল ভারতের। তবে শুবমান গিলরা বাংলাদেশে না আসায় ফাঁকা সময়ে নেদারল্যান্ডসকে আতিথেয়তা দিবে বিসিবি। এবার প্রকাশ করা হলো বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজের পূর্ণাঙ্গ সূচি।
সূচি অনুযায়ী, আগামী ২৬ আগস্ট নেদারল্যান্ডস জাতীয় দল বাংলাদেশে এসে পা রাখবে। সেদিনই তারা পাড়ি জমাবে সিলেটে। ২৬ আগস্ট ঐচ্ছিক অনুশীলন বা বিশ্রাম, ২৮ ও ২৯ আগস্ট অনুশীলন শেষে ৩০ আগস্ট শুরু হবে দুই দলের মাঠের লড়াই।
একদিন বিরতির পর ১ সেপ্টেম্বর হবে দ্বিতীয় ম্যাচ। আরও একদিন বিরতির পর ৩ সেপ্টেম্বর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রতিটি ম্যাচই হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা থেকে।বাংলাদেশের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলে ৪ সেপ্টেম্বর দেশের উদ্দেশে উড়াল দেবেন ডাচ ক্রিকেটাররা।
বাংলাদেশ দল নেদারল্যান্ডস সিরিজকে সামনে রেখে প্রাথমিক দলে থাকা ক্রিকেটাররা আগামী ৬ তারিখ থেকে মিরপুরে ফিটনেস ক্যাম্প করবেন, আর ১৫ তারিখ থেকে শুরু হবে স্কিল ট্রেনিং। ২০ আগস্ট থেকে সিলেটে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প।
প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে ৫ জনকে অবশ্য ক্যাম্পে পাওয়া যাবে না। ডারউইনে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবেন নাঈম শেখ, হাসান মাহমুদ, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন ও সাইফ হাসান। এর মধ্যে সোহান নেতৃত্ব দেবেন ‘এ’ দলকে।
লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে রয়েছেন তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারি, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন ও সাইফ হাসান।
খুলনা গেজেট /এমএম