ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার ও অধিনায়ক বেন স্টোকস। তিনি কাঁধের ইনজুরিতে পড়েছেন। ওভালে টেস্টটি জিতলে বা ড্র করলে সিরিজ জিতবে স্বাগতিক ইংল্যান্ড। ভারত জিতলে ড্র হবে সিরিজটি।
বৃহস্পতিবার শুরু হতে যাওয়া ম্যাচে খেলানো হবে না ভারতের তারকা পেসার জাসপ্রিত বুমরাহকেও। তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআইয়ের মেডিকেল টিম। তার পিঠের পুরোনো চোটের কথা চিন্তা করে ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটির টিম ম্যানেজমেন্ট।
চলতি সিরিজে অধিনায়ক বেন স্টোকস দারুণ ছন্দে আছেন। সিরিজের তৃতীয় ও চতুর্থ ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। তার জায়গায় ওভালে দলকে নেতৃত্ব দেবেন ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা ব্যাটার অলি পোপ। স্টোকসের ব্যাটিং অর্ডার ছয়ে খেলবেন জ্যাকব বেথেল।
স্টোকস ছাড়াও সিরিজের পঞ্চম টেস্টে নেই পেসার জোফরা আর্চার ও ব্রাইডন কার্স এবং স্পিনার লিয়াম ডওসন। ইংল্যান্ডের ঘোষণা করে দেওয়া একাদশে ঢুকেছেন গাস আটকিনসন, জস টঙ ও জেমি ওভারটন। ধারণা করা হচ্ছে, ম্যানচেস্টার টেস্টে স্টোকস দুই ইনিংসে ৩৫ ওভার বোলিং করে কাঁধের পুরনো চোটে পড়েছেন।
ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস আটকিনসন, জেমি ওভারটন, জস টঙ।
খুলনা গেজেট/এএজে