সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সুবিধা করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আট নম্বরে টুর্নামেন্ট শেষ করেছিল কেকেআর। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর চাকরি হারিয়েছেন দলটির প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত।
মঙ্গলবার (২৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কলকাতা ফ্র্যাঞ্চাইজি। বিবৃতিতে কলকাতা লিখেছে, ‘চন্দ্রকান্ত পণ্ডিত নতুন কিছু অন্বেষণের সিদ্ধান্ত নিয়েছেন। তাই কেকেআরের প্রধান কোচ হিসেবে তাকে আর দেখা যাবে না।’
২০২২ সালের আগস্টে প্রথমবার কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন চন্দ্রকান্ত। তিনি দায়িত্ব নেয়ার পর ২০২৩ সালে প্রথম মৌসুমে শাহরুখ খানের দল হয়েছিল সপ্তম। তবে ২০২৪ সালে তার অধীনেই নিজেদের তৃতীয় শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল ওপার বাংলার দলটি।
একবার দলটিকে শিরোপা জেতানোয় চন্দ্রকান্তের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে কলকাতা লিখেছে, ‘২০২৪ সালে চ্যাম্পিয়ন করানোর জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। সঙ্গে দলকে শক্তিশালী করার জন্য। তার নেতৃত্ব এবং শৃঙ্খলা দলের ওপর দারুণ প্রভাব রেখেছে। তার ভবিষ্যতের জন্য শুভ কামনা।’
ইএসপিএন ক্রিকইনফোর জানিয়েছে, ভারতের ঘরোয়া ক্রিকেটে দারুণ সাফল্য থাকা পণ্ডিত আবারও মধ্যপ্রদেশ দলের ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে দায়িত্ব নিতে পারেন। তবে এখনো এটি নিশ্চিত নয়। সবকিছু নির্ভর করছে এখন তার নতুন শুরুর ওপর।
খুলনা গেজেট/এনএম