Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৯শে জুলাই, ২০২৫ । ১৪ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

ক্রীড়া প্রতি‌বেদক

ব্যাটিংয়ে আলো ছড়িয়েছিলেন জাওয়াদ আবরার, মোহাম্মদ আবদুল্লাহরা। এতে ৩০০ ছুঁইছুঁই পুঁজি পেয়েছিল বাংলাদেশ অনুর্ধ্ব- ১৯ দল। এরপর বোলিংয়ে নেমে স্বাগতিক জিম্বাবুয়ের ব্যাটারদের পরাস্ত করলেন রাতুল-আল ফাহাদরা। এতে ব্যাটে-বলে আধিপত্য দেখিয়ে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিলো বাংলাদেশ। এর আগে যুব টাইগাররা প্রথম ম্যাচে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে।

সোমবার (২৭ জুলাই) নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ে অনুর্ধ্ব- ১৯ দলকে ৯১ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব- ১৯ দল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭৪ রান তুলেছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ৪২.২ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৮৩ রানেই থেমেছে স্বাগতিক জিম্বাবুয়ে।

টসে হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। রিফাত বেড় আর জাওয়াদ আবরারের ওপেনিং জুটি থেকে আসে ৭০ রান। পাওয়ার-প্লের পরের ওভারে রিফাত ফিরলে ভাঙে সেই জুটি। ৩৫ বলে ৩১ রান করেন তিনি।

রিফাত ফিরলেও সেঞ্চুরির আশা দেখান আরেক ওপেনার জাওয়াদ। তবে, সেই আশা পূরণ করতে পারেননি তিনি। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৬৩ বলে ৮২ রানে থামতে হয় তাকে। তার ইনিংসটি সাজানো ছিল ১২ চার আর এক ছক্কায়।

ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি আজিজুল হাকিম তামিম (৪৯ বলে ৩৪ রান), রিজান আহমেদ (২৫ বলে ১৬ রান)। এরপর দ্রুতই ফিরে যান ফরিদ হাসান (০) ও সামিউন বশির রাতুলরা (২)। এতে কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে, দেবাশিষ দেবাকে সঙ্গে নিয়ে সেই চাপ সামলে আড়াইশ পেরোনো পুঁজি দাঁড় করান আবদুল্লাহ। দেবা ২৪ রানে ফিরলেও আবদুল্লাহ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬৪ বলে ৫৬ রানে।

রান তাড়ায় নেমে জিম্বাবুয়ের টপঅর্ডার ব্যাটাররা ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেয় বাংলাদেশ। এদিনও জিম্বাবুয়ের ইনিংসে প্রথম আঘাত হানেন পেসার আল ফাহাদ। ১৪ রান করা কুপাকওয়াসি মুরাদজিকে ফিরিয়ে ভাঙেন ৩৩ রানের ওপেনিং জুটি। এরপর নিয়মিত বিরতিতে চলতে থাকে জিম্বাবুয়ের ব্যাটারদের যাওয়া-আসার মিছিল।

এদিন ব্যাট হাতে রান না পেলেও বল হাতে আলো ছড়িয়েছেন রাতুল। ৮.২ ওভারে ১৪ রান শিকার করেছেন ৩ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন পেসার আল ফাহাদ আর অধিনায়ক আজিজুল তামিম। একটি করে উইকেট গেছে স্বাধীন আর দেবার ঝুলিতে।

বাংলাদেশের পরের ম্যাচ আগামী ৩১ জুলাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন