Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৯শে জুলাই, ২০২৫ । ১৪ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

রূপসায় একাডেমি চ্যালেঞ্জ কাপ ফুটবলে আসাদ ফুটবল একাডেমি সেমিফাইনালে

রূপসা প্রতিনিধি

রূপসায় ১৬ দলীয় একাডেমি চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের  চতুর্থ কোয়ার্টার ফাইনালে রুপক ফুটবল একাডেমি শিরোমণি বনাম আসাদ ফুটবল একাডেমি ডুমুরিয়ার মুখোমুখি হয়। রুপক ফুটবল একাডেমিকে (১-০) গোলে পরাজিত করে আসাদ ফুটবল একাডেমী চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে উন্নীত হয়। সোমবার (২৮ জুলাই) বিকালে সাড়ে ৪টায় নৈহাটি স্পোটিং ক্লাবের সহযোগিতায় ও সান স্পোর্টিং ক্লাবের সার্বিক পৃষ্ঠপোষকতায় নৈহাটী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা করেন রেফারি মোঃ তানভীর হোসেন,আবু বক্কার শেখ, আঃ গফফার মল্লিক এবং জামাল মোল্লা। খেলার ধারাভাষ্য করেন এ্যাড, প্রজেশ রায় ও মুক্তাহিদুর রহমান মুক্ত।

খেলার প্রথমার্ধে গোল শূন্যতে শেষ হয়। খেলার দ্বিতীয়ার্ধের শুরুতেই উভয় দল অত্যন্ত আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। নির্ধারিত সময়ের ৫ মিনিট পূর্বে আসাদ ফুটবল একাডেমির ১৮ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় সোহাগের একমাত্র গোলে তার দলের বিজয় নিশ্চিত হয়। আজকের খেলায় আসাদ আলী ফুটবল একাডেমীর ১৮ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় সোহাগ প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। প্রধান অতিথির পক্ষ থেকে তাকে প্রাইজমানি প্রদান করেন।
এর আগে বিকেল সাড়ে ৪টায় খেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হিসেবে খেলার উদ্বোধন ঘোষণা করেন বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির রূপসা সাব-জোনাল অফিসের এজিএম এ হালিম খান স্বাগত বক্তৃতা করেন সান স্পোর্টিং ক্লাবের সত্ত্বাধিকারী ক্রীড়া সংগঠক মইনুল ইসলাম টুটুল। শুভেচ্ছা বক্তৃতা করেন নৈহাটী স্পোর্টিং ক্লাবের সভাপতি আব্দুল কাদের শেখ। অনুষ্ঠান পরিচালনা করে নৈহাটি স্পোর্টিং ক্লাবের যুগ্ম সম্পাদক শাহজামাল প্রিন্স।
আগামীকাল বিকাল সাড়ে ৪টায় প্রথম সেমিফাইনালে খুলনা ফুটবল একাডেমি বনাম ম্যানাস ইউনিটাস এফসি খুলনা বিশ্ববিদ্যালয় মুখোমুখি হবে।
খুলনা গেজেট/এসএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন