Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

হোয়াইটওয়াশের বদলা কি হোয়াইটওয়াশে!

ক্রীড়া প্রতিবেদক

নিশ্চিত হয়ে আছে সিরিজ। অপেক্ষা ধবলধোলাইয়ের। তিন টি-টোয়েন্টির শেষটি জিততে আজ মরিয়া হয়ে নামবে পাকিস্তান। অনেক পাওয়ার সিরিজটিতে একটি প্রতিশোধও নিয়ে নিতে পারে বাংলাদেশ। লিটন দাসদের সামনে হোয়াইটওয়াশের বদলায় হোয়াইটওয়াশ করার সুযোগ!

মিরপুরে সন্ধ্যা ছয়টায় পাকিস্তান নামবে লজ্জা এড়াতে। বাংলাদেশ এই ম্যাচ জিতলে কুড়ি কুড়ির র‌্যাংকিয়ে এগোবে। কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে পাকিস্তানকে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ধবলধোলাইও করে দিতে পারে। দুইয়ে দুইয়ে চার মিললে ইতিহাস গড়বে টাইগাররা।
কুড়ি কুড়ির ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে বরাবরই ধুঁকেছে বাংলাদেশ। এই সিরিজের প্রথম দুটি জয় বাদে শেষ নয় বছরে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। গত মে মাসেও লাহোরে বেধড়ক পিটুনি খেয়ে হয়ে এসেছে হোয়াইটওয়াশ। সেই টি-টোয়েন্টি সিরিজের বদলা এবার ফিরিয়ে দেওয়ার পালা।

আজ সিরিজের শেষ ম্যাচটি জিতে ইতিহাসের সঙ্গে সঙ্গে বদলা নেওয়ার সুযোগটা নিশ্চয় হারাতে চাইবেন না লিটন দাসদের দল।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন