Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ছক্কা মারার পর মাঠেই মৃত্যু ভারতীয় ক্রিকেটারের

ক্রীড়া প্রতি‌বেদক

ক্রিকেট খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন হরজিত সিং। ছক্কা মারার পরই মৃত্যু হয় পাঞ্জাবের ফিরোজপুরের এই তরুণ ক্রিকেটারের।

ফিরোজপুরের ডিএভি স্কুলের মাঠে খেলা হচ্ছিল। সেই ম্যাচে ব্যাট করার সময় ছক্কা মারেন হরজিত। এরপর হাঁটতে হাঁটতে পিচের মাঝখানে আসেন। পরের বল খেলার জন্য তৈরিও হচ্ছিলেন। সেই সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন।

সেই সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি। মাটিতে পড়ে যান। মাঠে থাকা বাকি ক্রিকেটারেরা সঙ্গে সঙ্গে তার কাছে যায়। তাকে সিপিআর দেওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি।

২০২৪ সালে এমন ভাবেই মারা গিয়েছিলেন মুম্বইয়ের এক ক্রিকেটার। ৪২ বছর বয়স হয়েছিল তার। ক্রিকেট খেলতে খেলতেই মারা গিয়েছিলেন রাম গণেশ তেওয়ার নামের ওই ক্রিকেটার। তাকেও সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন