বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

বিজয় ধরলেন তামিমের পথ, শতরান পেরিয়েছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

অসাবধানতায় রানআউট হয়ে ফিরলেন এনামুল হক বিজয়। শান্তর স্ট্রেইট ড্রাইভে আউট বিজয়!

সোজাসুজি খেলেনে বাঁহাতি শান্ত, বল নন স্ট্রাইক প্রান্ত দিয়ে যেতেই সচেতন চিভাঙ্গা স্পর্শ করেন বল, যা সরাসরি ভেঙে দেয় উইকেট। ততক্ষণে বক্স থেকে বেরিয়ে গেছেন বিজয়, অসাবধানতার বশে উইকেট বিলিয়ে আসলেন এই ডানহাতি ব্যাটসম্যান।

২৫ বলে ২০ রান করেন এনামুল। ফিফটি রান করে তামিম ইকবাল ও অসাবধানতায় এনামুল হক বিজয় আউট হওয়ার পর বাংলাদেশ দলকে টেনে নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। ইতোমধ্যে দলীয় সংগ্রহ শতরান পেরিয়েছে।

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন