বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

ইবিতে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হবে ১৯ জুন

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনার্স ও মাস্টার্সের আটকে থাকা ও চূড়ান্ত পরীক্ষা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে আগামী ১৯ জুন (শনিবার)। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান।

তিনি জানান, ‘আগামী শনিবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ১২০ তম সভা অনুষ্ঠিত হবে। সভায় পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে সশরীরে নাকি অনলাইনে পরীক্ষা অনুষ্ঠিত হবে, তা এখনই বলা সম্ভব নয়।’

জানা গেছে, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইন ও সশরীরে পরীক্ষা নেওয়ার নির্দেশনা দেয়। নির্দেশনায় বলা হয়, বিশ্ববিদ্যালয়গুলো যে পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করুক না কেন তা অবশ্যই সিনেট কিংবা অ্যাকাডেমিক কাউন্সিলে পাস হতে হবে।

এরই প্রেক্ষিতে পরীক্ষার বিষয়ে মতামত চেয়ে বিভিন্ন অনুষদভুক্ত বিভাগগুলোকে চিঠি দেয় ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতোমধ্যে বেশিরভাগ বিভাগ অ্যাকাডেমিক কমিটির মিটিং সম্পন্ন করেছে। অধিকাংশ বিভাগ শিক্ষার্থীদের মতামত নিয়ে সশরীরে পরীক্ষা গ্রহণের এবং দ্রুত পরীক্ষা শুরুর পক্ষে মতামত দিয়েছে বলে জানা গেছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন