বুধবার । ২৮শে জানুয়ারি, ২০২৬ । ১৪ই মাঘ, ১৪৩২

তিন শিক্ষককে পুনর্বহালের দাবিতে খুবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের মশাল মিছিল

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে স্বপদে পুনর্বহালের দাবিতে মশাল মিছিল করেছে কিছু শিক্ষার্থী। বুধবার (০৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে সোয়া ৭ টায় এই মশাল মিছিল শুরু হয়। এরপর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন।

এসময় ইমামুল ইসলাম সোহান বলেন, আজকে আমরা ২৫ তম দিনের মতো আমাদের প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছি। এই প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে আমরা মশাল মিছিল করছি। খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকের বহিষ্কারাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।

মোবারক হোসেন নোমান বলেন, আলোর মিছিল নিয়ে আমরা দাড়িয়েছি। কিছুতেই আমরা এই বিশ্ববিদ্যালয়ে অন্যায় প্রতিষ্ঠিত হতে দেবো না।

এরপর শিক্ষার্থীরা শ্লোগান দিতে দিতে পুনরায় হাদী চত্বরে ফিরে এসে সমকন্ঠে গান গেয়ে তাদের কর্মসূচি শেষ করেন।

 

খুলনা গেজেট/এমএইচবি

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন