Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুবি’র অনশনরত শিক্ষার্থী ইমামুল হাসপাতালে

খুবি প্রতিনিধি

বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আমরণ অনশনে বসা খুবি’র (খুলনা বিশ্ববিদ্যালয়) দুই শিক্ষার্থীর মধ্যে ইমামুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। আজ শনিবার (২৩ জানুয়ারি) টানা পাঁচ দিনের অনশনে অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এ্যম্বুলেন্সে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অনশনে বসা শিক্ষার্থীদের সহপাঠীরা জানান, “গতকাল দুপুরের পর থেকে ইমামুল অসুস্থ হয়ে পড়লে তাকে স্যালাইন দিয়ে রাখা হয়। তবে আজ সন্ধ্যার পর আরো বেশি অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন ইমামুল এর পরিবর্তে অনশন কর্মসূচি চালিয়ে যাবেন ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের ৪র্থ বর্ষের শিক্ষার্থী জোবায়ের হোসেন।”

অনশনরত অপর শিক্ষার্থী মোহাম্মদ মোবারক হোসেন নোমান গত বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে অসুস্থ হয়ে পড়ায় তাঁকেও এখন স্যালাইন দিয়ে রাখা হয়েছে। অসুস্থ হয়ে পড়লেও তারা তাদের দাবিতে অনড় আছেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে খুবি’র বাংলা ডিসিপ্লিনের মোহাম্মদ মোবারক হোসেন নোমান (১৮ ব্যাচ) এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের ইমামুল ইসলাম (১৭ ব্যাচ) ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে অনশনে বসেন।

খুলনা গেজেট/ এমএইচবি

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন