Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুলনা বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষক সমিতির বিবৃতি

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত পরিস্থিতিতে  আজ শুক্রবার (২২ জানুয়ারি) শিক্ষক সমিতির বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে জানানো হয়, খুলনা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষকের সাথে অসৌজন্যমূলক আচরণের কারণে ২জন ছাত্রের শাস্তির প্রেক্ষিতে কাম্পাসে যে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়েছে, এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি উদ্বিগ্ন। খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্র-রাজনীতি মুক্ত বিশ্ববিদ্যালয়, কিন্তু বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক প্লাটফর্ম থেকে বিভ্রান্তিকর, অসত্য তথ্য ও বক্তব্য তুলে ধরা হচ্ছে; যা এ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। এমতাবস্থায় আইনানুগ প্রক্রিয়ায় এর সুষ্ঠু সমাধানের জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করছি।

খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. তানজিল সওগাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়েছে।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন