Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

অনশনরত খুবির দুই শিক্ষার্থীর সাথে কথা বলেছেন কে‌সি‌সি মেয়র

খু‌বি প্রতি‌নি‌ধি

বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে অনশনরত খুবির (খুলনা বিশ্ববিদ্যালয়) দুই শিক্ষার্থীর সাথে কথা বলেছেন খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক। শুক্রবার (২২ জানুয়ারি) সকা‌লে প্রথ‌মে তি‌নি অনশনরত দুই শিক্ষার্থীকে তা‌দের কর্মসূ‌চি থে‌কে স‌রে বাসার আহবান জানান এবং প‌রে শিক্ষার্থীদের পাঁচ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের সাথে আলাপ করেন।

এ সময় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষসহ ডিন, রেজিস্ট্রার, ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্ট ও শিক্ষক, কর্মকর্তাবৃন্দ এবং কেসিসির প্যানেল মেয়র আলী আকবর টিপু উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের সাথে আলোচনা শেষে তিনি বলেন, শুক্রবার বেলা তিনটার ভেতর অনশনরত শিক্ষার্থীরা তাদের বিরু‌দ্ধে আনীত অ‌ভি‌যো‌গের বিষ‌য়ে ক্ষমা চে‌য়ে শাস্তি কমানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আবেদন করলে কর্তৃপক্ষ তাদের আবেদন বিশেষ গুরুত্ব সহকারে বি‌বেচনা করবে। অনশনরত দুই শিক্ষার্থী এ প্রস্তাবে রাজি থাকলে ‌কে‌সি‌সি মেয়র বিকাল তিনটায় এসে তাদের এই অনশন ভাঙাবেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন