Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ড. জাহাঙ্গীর হোসেন

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন। আগামী ১ বছরের জন্য তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ এ তথ্যটি নিশ্চিত করেন।

তিনি বলেন, উপাচার্য অধ্যাপক ড. শেখ অাবদুস সালাম আগামী এক বছরের জন্য অধ্যাপক ড.জাহাঙ্গীর হোসেনকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন। নিয়মানুযায়ী তিনি এ পদের সব সুযোগ সুবিধা পাবেন।

উল্লেখ্য,ছাত্রলীগের আন্দোলনের মুখে অধ্যাপক ড. মাহবুবর রহমানের পরিবর্তে অধ্যাপক ড পরেশ চন্দ্র বর্মণকে দায়িত্ব দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতদিন তার দায়িত্ব পালনের পর উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনকে নতুন প্রক্টরের দায়িত্ব দেয়।

নতুন প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন জানান, অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন