বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এমপিওভুক্ত প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ সব শিক্ষকদের পদে নিয়োগ সুপারিশের সত্যতা যাচাইয়ের উদ্যোগ নিয়েছে। সেজন্য এমপিওভুক্ত সব মাদরাসায় কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের নাম, পদবি, জাতীয় পরিচয়পত্র নম্বর (এনআইডি) ও ইনডেক্স নম্বরের তথ্য জমা দেওয়ার শেষ দিন আজ।
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার নির্দেশ অনুযায়ী, সোমবারের (১৯ জানুয়ারি) মধ্যে জেলা শিক্ষা অফিসারদের মাধ্যমে সংশ্লিষ্ট সব মাদরাসার এই তথ্য এক্সেল ফরমেটে নির্ধারিত ইমেইলে পাঠাতে হবে।
সম্প্রতি মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার পক্ষ থেকে সব জেলা শিক্ষা অফিসারকে এই নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধান পদে (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার) শূন্য পদের অনলাইন তালিকা প্রেরণেরও নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষকদের তথ্য এবং শূন্য পদের চাহিদার তালিকা ১৯ জানুয়ারির মধ্যে এক্সেল ফরমেটে buddu9087@gmail.com ইমেইল ঠিকানায় পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।
খুলনা গেজেট/এএজে

