বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী সচিব ও সহকারী পরিচালক পদে জনবল নিয়োগের জন্য স্থগিত থাকা এমসিকিউ পরীক্ষা আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে পরীক্ষাটি স্থগিত করা হয়েছিল।
এতে আরও বলা হয়েছে, পরীক্ষার্থীদের জন্য সংশোধিত আসন বিন্যাস গত ৮ জানুয়ারি ইউজিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই নিজ নিজ কেন্দ্রে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে কমিশন।
খুলনা গেজেট/এএজে
